নতুন ফোল্ডেবল স্মার্টফোন কিনতে চাইলে একটু ধৈর্য ধরুন। আগামী ২৫ জুন চীনে লঞ্চ হতে চলেছে Vivo X Fold 5। আজ কোম্পানির তরফে এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। পূর্বসূরি Vivo X Fold 3-এর তুলনায় নতুন ফোনটি অনেকটাই হালকা ও পাতলা হবে বলে নিশ্চিত করেছে ভিভো। ফোল্ড অবস্থায় এটি ৮.৭ মিমি, আর আনফোল্ড করলে মাত্র ৪.৩ মিমি পুরু হবে। আর ওজন থাকবে মাত্র ২০৯ গ্রাম।
ভিভো এক্স ফোল্ড ৫ এর প্রি-অর্ডার ইতিমধ্যেই চীনে শুরু হয়ে গেছে। Vivo-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিভাইসটি প্রি-অর্ডার করা যাবে। ল্যান্ডিং পেজে দেখা গেছে, ফোনটির ডিসপ্লে একেবারেই ফ্ল্যাট, বেজেলস এবং মাঝখানে হোল-পাঞ্চ ক্যামেরা উপস্থিত।
ভিভো এক্স ফোল্ড ৫ তিনটি কালার অপশনে আসবে: গ্রীন, টাইটেনিয়াম ও হোয়াইট। এর ব্যাক প্যানেলেল মাঝ বরাবর বড় গোল ক্যামেরা মডিউল দেখা যাবে, যার পাশে থাকবে ZEISS ব্র্যান্ডিং। তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা মিলবে পিছনে, আর সামনে থাকবে দুটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার একটি কভার ডিসপ্লেতে, একটি ইননার স্ক্রিনে দেওয়া হবে।
ভিভো এক্স ফোল্ড ৫ এর ভিতরের ও বাইরের, উভয় ডিসপ্লেতে ব্যবহার করা হবে ৮টি এলটিপিও প্যানেল, যা ৪৫০০ নিটস লোকাল পিক ব্রাইটনেস, এবং TÜV Rheinland গ্লোবাল আই প্রোটেকশন ৩.০ সাপোর্ট করবে। আর জল ও ধুলো প্রতিরোধের জন্য থাকবে IP5X ও IPX9+ রেটিং। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ওয়্যার্ড ও ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
এদিকে ভিভো-র প্রোডাক্ট ম্যানেজার হান বক্সিয়াওয় সম্প্রতি জানিয়েছেন, Vivo X Fold 5 হতে চলেছে প্রথম অ্যান্ড্রয়েড ফোন যেটি সরাসরি Apple iCloud-এর সঙ্গে যুক্ত হতে পারবে। ফলে রিয়েল টাইমে iPhone-এর সঙ্গে সিঙ্ক হবে এবং MacBook-এর জন্য এক্সটেন্ডেড স্ক্রিন হিসেবেও কাজ করতে পারবে ফোনটি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.