প্রত্যাশা মতোই তাইওয়ানে লঞ্চ হল Vivo X200 FE। এটি প্রিমিয়াম রেঞ্জে এসেছে। প্রথম নজরে ফোনটি দেখতে অনেকটাই Vivo S30 Pro Mini-র মত লাগবে। ফিচারের ক্ষেত্রেও এই দুই ডিভাইসের মধ্যে অনেক মিল লক্ষ্যণীয়। এটি ফ্যাশন পিঙ্ক, লাইট হানি ইয়েলো, মিনিমালিস্ট ব্ল্যাক, এবং মডার্ন ব্লু কালার অপশনে এসেছে। আর Vivo X200 FE এর মুখ্য আকর্ষণ হিসেবে আছে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট, ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা সেন্সর ও ৬৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।
ভিভো এক্স২০০ এফই এর সামনে দেখা যাবে ৬.৩১ ইঞ্চি ১.৫কে (১২১৬×২৬৪০ পিক্সেল) AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট। ফোনটি ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।
ভিভো এক্স২০০ এফই ফোনের অন্যতম আকর্ষণ, এর Zeiss দ্বারা টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো এক্স২০০ এফই স্মার্টফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি IP68 এবং IP69 রেটিং সহ এসেছে, যা ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে।
Vivo X200 FE আপাতত তাইওয়ানে লঞ্চ হয়েছে, যদিও এর দাম ও সেলের তারিখ ঘোষণা করা হয়নি। তবে ভিভোর তরফে জানানো হয়েছে, কিছু নির্দিষ্ট আন্তর্জাতিক বাজারে খুব শীঘ্রই ফোনটি লঞ্চ হবে। যেমন এটি থাইল্যান্ডে ৩ জুলাই থেকে পাওয়া যাবে, এবং মালয়েশিয়ায় এর প্রি-রিজার্ভেশন শুরু হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.