Vivo এই জুলাইয়ে ভারতে দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামী ১০ জুলাই ২০২৫ তারিখে Vivo X200 FE ও X Fold 5 নামে এই দুই ডিভাইসের উপর থেকে পর্দা সরানো হতে পারে। এর মধ্যে X200 FE-কে দেখা গেছে ভারতের BIS সার্টিফিকেশন সাইটে। আর X Fold 5 বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র লাভ করেছে। আসুন এদের সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে আসুন জেনে নেওয়া যাক।
ভিভো এক্স২০০ এফই মডেলে থাকবে ৬.৩১ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের ফ্ল্যাট OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস অথবা নতুন ডাইমেনসিটি ৯৪০০ই।
ফটোগ্রাফির জন্য এতে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (Sony IMX921), সঙ্গে ৩এক্স অপটিকাল জুম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো (IMX882) সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এর ভারতীয় ভ্যারিয়েন্টে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যেখানে চীনা ভার্সনে ছিল ৫,০৭০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি IP68 ও IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স প্রাপ্ত।
ভিভো এক্স ফোল্ড ৫ এর ভিতরে ৮.০৩ ইঞ্চি ২কে+ AMOLED ডিসপ্লে দেওয়া হবে, আর বাইরের কভারে ৬.৫৩ ইঞ্চি এলটিপিও OLED ডিসপ্লে পাওয়া যাবে। উভয় ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, সঙ্গে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
এই ডিভাইসের ক্যামেরা সেটআপও প্রায় X200 FE-এর মতোই। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (IMX921), ৫০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো (IMX882) সেন্সর। এতে দুইটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এর ব্যাটারি ক্যাপাসিটি থাকবে ৬,০০০ এমএএইচ, রা ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.