Vivo X200 Pro 5G: ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ৬০০০mAh ব্যাটারির ফোনে ৯,০০০ টাকা ছাড়

ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান কিন্তু দাম দেখে পিছিয়ে যাচ্ছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। ভিভো তাদের জনপ্রিয় প্রিমিয়াম স্মার্টফোন Vivo X200 Pro 5G এর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। Amazon India-তে ডিভাইসটির ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন পাওয়া যাচ্ছে ৯৪,৯৯৯ টাকায়। তবে অফার এখানেই শেষ নয়। ৩১ জানুয়ারি পর্যন্ত হ্যান্ডসেটটি সরাসরি ৯,০০০ টাকা ডিসকাউন্টে কেনা যাবে। এর সাথে রয়েছে ৪,৭৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

এক্সচেঞ্জ অফারে আরও কম দামে কেনা যাবে

আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে আরও কম মূল্যে ফোনটি বাড়ি আনা যাবে। এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ৪৪,৪৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। যদিও এখানে একটা ছোট শর্ত আছে। আপনার ফোনের ব্র্যান্ড, কন্ডিশন ও এক্সচেঞ্জ পলিসির উপর এই ছাড় নির্ভর করবে।

Vivo X200 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Vivo X200 Pro স্মার্টফোনে আছে ৬.৭৮ ইঞ্চি বড় অ্যামোলেড ডিসপ্লে, রেজোলিউশন ২৮০০ x ১২৬০ পিক্সেল। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট।

২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা হল মূল আকর্ষণ

এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট নিঃসন্দেহে ক্যামেরা সেটআপ। পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান । এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Vivo X200 Pro ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি আইপি৬৯ ও আইপি৬৮ রেটিং সহ এসেছে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে।