Vivo X200 সিরিজ ভারতে লঞ্চ হয়েছে বেশি দিন হয়নি। এর মধ্যেই জল্পনা শোনা যাচ্ছে, এই সিরিজে আরও দুটি নতুন ডিভাইস আসতে চলেছে। জানিয়ে রাখি, এই লাইনআপে স্ট্যান্ডার্ড, প্রো এবং প্রো মিনি মডেল অন্তর্ভুক্ত রয়েছে। আর আপকামিং মডেল দুটি X200s এবং X200 Ultra হতে পারে বলে আশা করা হচ্ছে। একটি সূত্র থেকে এখন Vivo X200s সম্পর্কে চমকপ্রদ তথ্য সামনে এসেছে।
বিখ্যাত চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ভিভোর একটি আসন্ন স্মার্টফোনে 6.67 ইঞ্চি ওলেড এলটিপিএস ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হবে। যা এক্স200এস হওয়ার দিকেই ইঙ্গিত করছে। এছাড়া, ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্লাস প্রসেসর দ্বারা পরিচালিত হবে। এটি ডাইমেনসিটি 9400 চিপসেটের আপগ্রেড ভার্সন ও আগামী কয়েক মাসের মধ্যেই অফিসিয়াল হবে।
ভিভো এক্স200এস-এর ডিসপ্লের চারপাশে অত্যন্ত সংকীর্ণ বেজেল থাকবে। পিছনে একই বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। যার মধ্যে একটি পেরিস্কোপ লেন্স সহ তিনটি ক্যামেরা অবস্থান করবে। ক্যামেরা লেন্সের রিং নতুন করে ডিজাইন করা হতে পারে এবং পূর্বসূরীর তুলনায় সরু হওয়ার সম্ভাবনা। ডিভাইসটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বড় ব্যাটারি, এবং জল-ধুলো প্রতিরোধী রেটিং।
Vivo X200s কবে লঞ্চ হবে তা এখন নির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে দেখার বিষয় হল, X100 এবং X100 Pro লঞ্চের ছয় মাস পরে গত বছরের মে মাসে আত্মপ্রকাশ করেছিল X100s। আবার X200 সিরিজ গত বছর অক্টোবরে আসার ফলে X200s এই বছরের এপ্রিল নাগাদ লঞ্চ হবে বলে আশা করা যায়। স্মার্টফোনটি শুধু চীনে উপলব্ধ হতে পারে। বিশ্ব বাজারে আসার সম্ভাবনা খুব কম।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.