ভিভো চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে নিয়ে আসতে পারে Vivo X300 সিরিজের নতুন ফোনগুলি। যদিও কোম্পানির তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে চীনের জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি এই সিরিজের Vivo X300 Pro Mini মডেলটির সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস করেছেন। টিপস্টারের দাবি, এই ফোনে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ সিরিজের প্রসেসর, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও ৭০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
টিপস্টার জানিয়েছেন যে, ভিভো এক্স৩০০ প্রো মিনি মডেলে থাকতে পারে 6.3 ইঞ্চি ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে, যার রেজোলিউশন হতে পারে ১.৫কে। ডিসপ্লের মধ্যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। এছাড়া টিপস্টার জানিয়েছেন যে, এতে LIPO ডিসপ্লে প্যাকেজিং টেকনোলজি ব্যবহার করা হবে, যার ফলে ফোনের বেজেল থাকবে অত্যন্ত সরু।
পারফরম্যান্সের জন্য ভিভো এক্স৩০০ প্রো মিনি ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক-এর আসন্ন ফ্ল্যাগশিপ চিপসেট ডাইমেনসিটি ৯৫০০। এই চিপ সেপ্টেম্বরে বাজারে আসার কথা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে থাকতে পারে ৭,০০০ এমএএইচ ব্যাটারি, যা আগের এক্স২০০ প্রো মিনি-র ৫,৭০০ এমএএইচ থেকে অনেকটাই বড়।
ফটোগ্রাফির জন্য Vivo X300 Pro Mini এর পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেলে Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা ৩এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে। বিশেষ ফিচার হিসেবে এতে দেওয়া হতে পারে অপটিক্যাল ফোকাস প্রিজম, যা জুম করার সময় ছবির স্থিরতা এবং ফোকাসিং আরও উন্নত করবে। আর স্মার্টফোনটি সম্ভবত IP68 বা IP69 রেটিং সহ আসবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.