Vivo চলতি বছরের শেষের দিকে X300 সিরিজ বাজারে আনতে চলেছে। এটি Vivo X200 সিরিজের উত্তরসূরি হবে। আজ এই সিরিজের Vivo X300 মডেলটিকে Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা দিয়েছে। এখান থেকে ফোনটির প্রসেসর, র্যাম ও অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে। এর আগে জানা গিয়েছিল যে, Vivo X300 ডিভাইসটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ আসবে।
টিপস্টার আয়ান ঘোষ গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে Vivo X300 স্মার্টফোনটিকে খুঁজে পেয়েছে। এর মডেল নম্বর Vivo V2509A। এই বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে ২৩৫২ পয়েন্ট এবং মাল্টি-কোরে ৭১২৯ পয়েন্ট অর্জন করেছে। ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে এই স্কোর যথেষ্ট নজরকাড়া নয়।
গিকবেঞ্চ থেকে সামনে এসেছে যে, ভিভো এক্স৩০০ মডেলে ব্যবহৃত প্রসেসরের আট কোরের মধ্যে চারটি কোর ২.৭০ গিগাহার্টজ, তিনটি কোর ৩.৫০ গিগাহার্টজ এবং একটি কোর ৪.২১ গিগাহার্টজ ক্লক স্পিডে অফার করবে। গ্রাফিক্সের কাজ দেওয়া হবে মালি জি১-আল্ট্রা এমসি১২ জিপিইউ। এই সমস্ত তথ্য মিলিয়ে বলা যায় যে, এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর হবে।
উল্লেখ্য, X200 ফোনে ছিল মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ছিল। তাই উত্তরসূরি মডেলে এর আপগ্রেড ভার্সন ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর থাকা স্বাভাবিক ঘটনা। যদিও Vivo X300 যে স্কোর করেছে তাতে নতুন প্রসেসরের পারফরম্যান্স হতাশ করতে পারে ফ্যানদের।
গিকবেঞ্চ থেকে আরও জানা গেছে, এই ফোনে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম থাকবে। এখানে ডিভাইসটি ১৬ জিবি র্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে জানা গিয়েছিল, Vivo X300 ডিভাইসে ফটোগ্রাফির জন্য ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স থাকবে। আর এর সামনে দেখা যাবে ৬.৩ ইঞ্চি ১২০ হার্টজ ওএলইডি ডিসপ্লে। এর অন্যান্য ফিচারের মধ্যে থাকবে ডুয়েল IP68 রেটিং, ওয়্যারলেস চার্জিং ও আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.