জেপটো ও ব্লিঙ্কিটের মতো কুইক কমার্স প্ল্যাটফর্মগুলি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি স্মার্টফোন, প্রিন্টার, এমনকি ল্যাপটপ ডেলিভারি দিতেও শুরু করেছে। ব্লিঙ্কিটে ইতিমধ্যেই আইফোন, শাওমি, নোকিয়ার মোবাইল ফোন উপলব্ধ। এবার আরেক জনপ্রিয় ব্র্যান্ড Vivo তাদের দুই স্মার্টফোন জেপটো-তে বিক্রির ঘোষণা করল।
ভিভো ও জেপটো কুইক কমার্স প্ল্যাটফর্মে স্মার্টফোন বিক্রির জন্য হাত মেলানোর ঘোষণা করেছে। দিল্লিতে এই পার্টনারশিপের ফলে Vivo Y18i এবং Vivo Y29 5G মডেল দুটি জেপটো থেকে কেনা যাবে। ঘরে বসে গ্রাহক আধ ঘন্টার মধ্যেই ডেলিভারি পেয়ে যাবেন। যেখানে ফ্লিপকার্ট অথবা আমাজনে অর্ডার করলে কয়েকদিন সময় লাগতে পারে।
জানিয়ে রাখি, Vivo Y18i একটি বাজেট স্মার্টফোন যার দাম ৭,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এটি ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভার্সনের মূল্য। স্পেস ব্ল্যাক ও জেম গ্রীন কালার স্কিমে উপলব্ধ। Vivo Y29 5G আরেকটু উন্নত হ্যান্ডসেট। ডিভাইসটির ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ১৫,৪৯৯ টাকায় লিস্টেড রয়েছে। আর ৪ জিবি মডেলের দাম ১৩,৯৯৯ টাকা।
প্রসঙ্গত, জেপটোর প্রতিদ্বন্দ্বী ব্লিঙ্কিট ১০ মিনিটের মধ্যে প্লেস্টেশন ৫ ডেলিভারি দিচ্ছে। এমনকি তারা ১০ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছে। আমাজনও ‘তেজ’ নামে তাদের কুইক কমার্স প্ল্যাটফর্ম লঞ্চের পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। যদিও সংস্থাটি একই দিনে গ্রোসারি সহ নানা জিনিসের ডেলিভারি অফার করছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.