Vivo তাদের Y300 সিরিজের অধীনে একটি সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোনের লঞ্চের ঘোষণা করেছে। নতুন মডেলটির নাম Vivo Y300 Pro+ এবং দামের তুলনায় একাধিক আকর্ষণীয় ফিচার্সের সাথে এসেছে। বিশাল ব্যাটারি ফোনটির অন্যতম বিশেষত্ব। তাছাড়া, শক্তিশালী Snapdragon প্রসেসর, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও দ্রুত চার্জিং সাপোর্ট, AMOLED ডিসপ্লে এবং Sony ক্যামেরার মতো বৈশিষ্ট্য রয়েছে। চলুন ফোনটির দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Vivo Y300 Pro+ স্পেসিফিকেশন ও ফিচার্স
ভিভো ওয়াই৩০০ প্রো+ ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ফুল-এইচডি+ ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম নির্ভর অরিজিনওএস ১৫ কাস্টম স্কিন রান করে।
ফটোগ্রাফির জন্য, ভিভো ওয়াই৩০০ প্রো+ এর পিছনে একটি ৫০ মেগাপিক্সেলের (সনি আইএমএক্স৮৮২ অথবা এলওয়াইটি ৬০০ সেন্সর) প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য সামনে, এফ/১.২ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের একটাই ক্যামেরা উপলব্ধ। এতে ৭,৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
নিঃসন্দেহে বর্তমানে বিক্রিত কমার্শিয়াল ফোনগুলির মধ্যে ভিভো ওয়াই৩০০ প্রো+ এর ওই ব্যাটারি অন্যতম বৃহত্তম। ফোনটিতে ডায়মন্ড শিল্ড টেম্পার্ড গ্লাস আছে, যা স্ক্র্যাচ-প্রুফ এবং ড্রপ-প্রুফ, এবং ১২ ঘন্টা বৃষ্টি সহ্য করতে পারে। এছাড়া, অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে ব্লুটুথ ৫.২ স্টেরিও স্পিকার, এনএফসি, ডুয়াল সিম (ন্যানো + ন্যানো), ওয়াইফাই ৬, ও অরা লাইট এলইডি রিং লাইট উল্লেখযোগ্য।
Vivo Y300 Pro+ দাম
ভিভোর এই ফোনটি চিনে লঞ্চ করা হয়েছে। সেখানে ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ সহ বেস মডেলটির দাম ১,৭৯৯ ইউয়ান। এটি ভারতীয় মুদ্রায় প্রায় ২১,১০০ টাকা। মজার বিষয় হল এই স্মার্টফোন ভারতে iQOO Z10 নামে উপলব্ধ হবে বলে শোনা যাচ্ছে, যা ১০ এপ্রিল লঞ্চ হওয়ার কথা রয়েছে। সূত্রের দাবি, এটির দাম ২০,০০০ টাকার মধ্যে থাকবে।