ভিভো নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে। এই ফোনের নাম Vivo Y300i। যদিও এখনও এর লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি এই আপকামিং ফোনটি চায়না টেলিকমের প্রোডাক্ট লাইব্রেরিতে তালিকাভুক্ত হয়েছে। এখান থেকে Vivo Y300i এর স্পেসিফিকেশন, দাম এবং লঞ্চ ডেট সম্পর্কে জানা গেছে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
জানা গেছে, চীনে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে ভিভো ওয়াই৩০০আই। এগুলি হল ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এর দাম শুরু হতে পারে ১৪৯৯ ইউয়ান (প্রায় ১৮ হাজার টাকা) থেকে। ফোনটি জেড ব্ল্যাক, রাইম ব্লু এবং টাইটানিয়াম কালারে আসবে।ভিভো ওয়াই৩০০আই আগামী ১৪ মার্চ চীনে লঞ্চ হতে চলেছে।
ভিভো ওয়াই৩০০আই ফোনে ১৬০৮ x ৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬৮ ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। 3C সার্টিফিকেশন অনুযায়ী স্মার্টফোনটি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে এনএফসি সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
রিপোর্ট অনুযায়ী, ভিভো ওয়াই৩০০আই স্মার্টফোনটি মালয়েশিয়ায় সম্প্রতি লঞ্চ হওয়া ভিভো ওয়াই৩৯-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। উভয় ফোনের স্পেসিফিকেশন মূলত একই রকম থাকবে, শুধুমাত্র সামনের ক্যামেরায় পার্থক্য দেখা যাবে। ওয়াই৩৯ ৫জি ডিভাইসে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া ওয়াই৩০০ আই মডেলে এনএফসি এবং আইআর ব্লাস্টারের মতো ফিচার থাকতে পারে, যা ওয়াই৩৯ ৫জি তে অনুপস্থিত।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.