সুমন পাত্র, কলকাতা: ফেব্রুয়ারিতে মালয়েশিয়াতে লঞ্চ হওয়া, Vivo Y39 5G এবার ভারতে আসতে চলেছে। ভিভো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু না জানালেও, একটি প্রতিবেদন এদেশে ফোনটির দাম ও মেজর ফিচার্স ফাঁস করেছে। বেশি খরচ না করেই স্লিম ও লাইটওয়েট ডিজাইনের এই স্মার্টফোনে বেশ কিছু উচ্চমানের বৈশিষ্ট্য পাওয়া যাবে, যার মধ্যে প্রথমেই ৬,৫০০ এমএএইচ ব্যাটারির নাম আসবে। পাওয়ার, পারফরম্যান্স, ও ড্যুরাবিলিটির মধ্যে ভারসাম্য বজায় রাখবে এই নতুন মডেলটি।
ভারতে Vivo Y39 5G-এর দাম
টিপস্টার সুধাংশু আম্ভোরকে উদ্ধৃত করে এক্সপার্টপিক দাবি করেছে, ভিভো ওয়াই৩৯ ৫জি-এর ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতে ১৬,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা। অন্যদিকে, ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের মূল্য ১৯,৯৯৯ টাকা হতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে যে স্মার্টফোনটি লোটাস পার্পল এবং ওশান ব্লু রঙে উপলব্ধ হবে।
Vivo Y39 5G: স্পেসিফিকেশন ও ফিচার্স
ভিভো ওয়াই৩৯ ৫জি ৬.৬৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে ভারতে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডি+ (৭২০x১৬৮০ পিক্সেল) রেজোলিউশন, ও ১০০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। নিরাপত্তার জন্য, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এটি ৫ বছরের ব্যাটারি হেলথ সার্টিফিকেশন পেতে পারে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ফানটাচ ওএস ১৫ সফটওয়্যারে রান করবে।
ভিভোর এই ফোনে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে পারে। এটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। বিশাল ৬,৫০০ এমএএইচ ব্যাটারি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি + ২ মেগাপিক্সেল বোকে সেন্সর ও একটি রিং এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে বলে আশা করা হচ্ছে। আর সামনের দিকে, একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা উপলব্ধ হবে।