Vivo Y500 শক্তিশালী ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে, ফাঁস হল সম্পূর্ণ ফিচার

চীনে আগামী ১ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে Vivo Y500। ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইট ও টিপস্টারদের দৌলতে এর স্পেসিফিকেশন সামনে এসেছে। আজ আবার চায়না টেলিকমের প্রোডাক্ট লাইব্রেরি থেকে Vivo Y500 এর সম্পূর্ণ ফিচার ফাঁস হয়েছে। এমনকি এর স্টোরেজ ভ্যারিয়েন্ট ও কালার অপশনও জানা গেছে। আসুন স্মার্টফোনটি সম্পর্কে কী কী তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।

Vivo Y500 এর স্পেসিফিকেশন ও ফিচার

চায়না টেলিকমের প্রোডাক্ট লাইব্রেরি থেকে জানা গেছে, ভিভো ওয়াই৫০০ এর মডেল নম্বর V2506A। এর পরিমাপ ১৬৩.১০ x ৭৫.৯০ x ৮.২৩ মিমি এবং ওজন হবে ২১৩ গ্রাম। এর সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৩৯২ x ১০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Vivo Y500 এর সামনে দেখা যাবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর পিছনে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ (MT6878) চিপসেট ব্যবহার করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

চার্জিং, ডিজাইন ও অন্যান্য ফিচার

Vivo Y500 ডিভাইসে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি আইপি৬৮/৬৯ রেটিং সহ আসবে, যা ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে। এটি NFC সাপোর্ট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসবে।

স্টোরেজ ও কালার অপশন

চায়না টেলিকম থেকে আরও সামনে এসেছে যে, Vivo Y500 দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এটি গ্লেসিয়ার ব্লু, বেসল্ট ব্ল্যাক এবং ড্রাগন ক্রিস্টাল পার্পেল কালার অপশনে আসবে। যদিও ডিভাইসটির দাম জানা যায়নি।