ডুয়েল সেলফি ক্যামেরার Xiaomi 14 CIVI ফোনে সরাসরি ১৩ হাজার টাকা ছাড়, লঞ্চের পর সবচেয়ে সস্তায়

আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো হাই-এন্ড ক্যামেরা ফোন খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর। আসলে Xiaomi 14 CIVI স্মার্টফোনটি এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে। লঞ্চের সময় এই ফোনের ভারতে দাম ছিল ৪২,৯৯৯ টাকা, তবে এখন Amazon-এ ডিভাইসটি ৩০ হাজার টাকারও কম দামে বিক্রি হচ্ছে। আর এই স্মার্টফোনে আছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর, Leica ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৪৭০০ এমএএইচ ব্যাটারি। আসুন Xiaomi 14 CIVI এর দাম ও অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Xiaomi 14 CIVI ফোনে বড় ছাড় মিলবে

এই মুহূর্তে অ্যামাজনে শাওমি ১৪ সিভি ফোনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। যেখানে এর আসল দাম ৪২,৯৯৯ টাকা। আবার এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট আরও ১,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ করে আরও ২৮,২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে।

Xiaomi 14 CIVI এর স্পেসিফিকেশন ও ফিচার

শাওমি ১৪ সিভি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৫৫ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে। এতে এইচডিআর১০ প্লাস ও ডলবি ভিশন সাপোর্ট করবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৩০০০ নিটস ব্রাইটনেস অফার করবে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২।

পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এর পিছনে Leica-ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর, যা ২এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে, আর ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ডুয়েল ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত।

পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 14 CIVI ডিভাইসে দেওয়া হয়েছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।