মোবাইল

শাওমির দুর্ধর্ষ ফোন লঞ্চ হচ্ছে আগামী মাসে, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ প্রচুর ফিচার্স

Published on:

Xiaomi 15 Ultra full specifications leaked ahead of March 2 launch

Xiaomi 15 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে মার্চে আত্মপ্রকাশ করতে চলেছে। শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ২ মার্চ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। এটি যুগান্তকারী ডিজাইন ও উদ্ভাবনী প্রযুক্তির মিশেলে শাওমির ইতিহাসে সবচেয়ে অত্যাধুনিক ফোন হতে চলেছে। আর এখন লঞ্চের আগেই ডিভাইসটির গ্লোবাল মডেলের প্রায় সমস্ত স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। চলুন দেখে নিই এই ফোনে কী কী চমক থাকবে।

Xiaomi 15 Ultra স্পেসিফিকেশন (সম্ভাব্য)

অ্যান্ড্রয়েড হেডলাইনসের প্রতিবেদন অনুযায়ী, শাওমি ১৫ আল্ট্রা ৬.৭৩ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে অফার করবে। এটি ১.৫কে রেজোলিউশন ও ১-১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থনের সঙ্গে আসবে। ফোনে এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। টপ ভেরিয়েন্টে ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে।

হাই-পারফরম্যান্সের জন্য, শাওমি ১৫ আল্ট্রা মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার হবে। ৫৪১০ এমএএইচ ব্যাটারি মিলতে পারে এতে যা ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। আবার ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ১০ ওয়াট রিভার্স চার্জের সুবিধাও মিলতে পার অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর হাইপারওএস ২.০ কাস্টম স্কিনে রান করবে এই ফোন।

Xiaomi 15 Ultra-র হাইলাইট হবে অত্যাধুনিক ক্যামেরা সিস্টেম। এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর (সনি), ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স (স্যামসাং), ৩x অপটিক্যাল জুম এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (সনি), এবং ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর (স্যামসাং) থাকবে বলে দাবি করা হয়েছে।

সামনে ৩২ মেগাপিক্সেলের একটাই ক্যামেরা থাকবে। এছাড়া, আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্টেরিও স্পিকার, আইআর ব্লাস্টার, ডুয়াল সিম স্লট, আইপি৬৮-রেটেড চ্যাসিস, ইত্যাদি মিলবে। ইউরোপে শাওমির এই ফোনের দাম ১,৪৯৯ ইউরো থেকে শুরু হতে পারে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,৩৪,৩০০ টাকা। উল্লেখ্য, পূর্বসূরী মডেলটি ভারতে ৯৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। ফলে এই বছর Xiaomi 15 Ultra-র দাম দেশে ১ লক্ষ টাকা টপকে যেতে পারে।