Categories: মোবাইল

Xiaomi 17 Pro Max, Xiaomi 17 Pro সেকেন্ডারি ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর সহ লঞ্চ হল

Xiaomi 17 এর পাশাপাশি Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max স্মার্টফোন আজ চীনে লঞ্চ হয়েছে। উভয় মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিন রয়েছে। প্রো মডেলগুলির অন্যতম হাইলাইট হল এর সেকেন্ডারি ডিসপ্লে, যা রিয়ার ক্যামেরা মডিউলের মধ্যে রয়েছে। ফোনগুলি লাইকা টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট অফার করে। আর Xiaomi 17 Pro Max ডিভাইসটি ২কে ডিসপ্লে এবং ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Xiaomi 17 Pro Max এবং Xiaomi 17 Pro মডেলের দাম ও লভ্যতা

Xiaomi 17 Pro Max মডেলের ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭৪,৭০০ টাকা)। আর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৬,২৯৯ ইউয়ান (প্রায় ৭৮,৫০০ টাকা) এবং ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৮৭,২০০ টাকা)।

Xiaomi 17 Pro এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম রাখা হয়েছে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৬২,৩০০ টাকা)। আর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ মডেলের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬৬,০০০ টাকা), ৫,৫৯৯ ইউয়ান (প্রায় ৬৯,৭০০ টাকা) এবং ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭৪,৭০০ টাকা)। দুটি প্রো মডেলই ব্ল্যাক, কোল্ড স্মোক পার্পল, ফরেস্ট গ্রিন এবং হোয়াইট কালারে বেছে নেওয়া যাবে।

Xiaomi 17 Pro Max ও Xiaomi 17 Pro এর স্পেসিফিকেশন এবং ফিচার

শাওমি ১৭ প্রো ম্যাক্স এবং শাওমি ১৭ প্রো মডেলে যথাক্রমে ৬.৯ ইঞ্চি এবং ৬.৩ ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে আছে। প্রথমটি ২কে রেজোলিউশন এবং শাওমি ড্রাগন ক্রিস্টাল গ্লাস প্রোটেকশন সাপোর্ট করে। এর পিছনে ৩,৫০০ নিট ব্রাইটনেস সহ সেকেন্ডারি এম১০ ডিসপ্লে উপস্থিত, যা অ্যালার্ম সেট করতে, এআই পোট্রেট তৈরি করতে, এআই পেট সহ আরও অনেক কিছু করতে ব্যবহার করা যেতে পারে।

“ম্যাজিক ব্যাক স্ক্রিন” এর সাহায্যে, ইউজাররা রিয়ার প্রাইমারি ক্যামেরা দিয়ে সেলফি তুলতে এবং অন্যদের দ্বারা তোলা প্রিভিউ শটগুলি দেখতে পারবেন। নতুন “পোস্ট-ইট নোটস” ফিচারটি ইউজারের এক ট্যাপে গুরুত্বপূর্ণ তথ্য পিছনের স্ক্রিনে পিন করার অনুমতি দেয়।

Xiaomi 17 Pro হ্যান্ডসেটগুলিতে পারফরম্যান্সের জন্য কোয়ালকমের ৩ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এগুলি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলে। এতে আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো হাইপারআইল্যান্ড ফিচার আছে।

ক্যামেরার ক্ষেত্রে, Xiaomi 17 Pro Max এবং Xiaomi 17 Pro হ্যান্ডসেটে লাইকা টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লাইট হান্টার ৯৫০এল সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শ্যুটার এবং ৫x অপটিক্যাল জুম সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। আর ফোনগুলির সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 17 Pro হ্যান্ডসেটে ৬,৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, আর Pro Max ভ্যারিয়েন্টটি ৭,৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এগুলি ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। প্রতিটি হ্যান্ডসেট মাত্র ৮ মিমি পুরু এবং ওজন ১৯২ গ্রাম।

Xiaomi 17 Pro Max ও Xiaomi 17 Pro উভয় ডিভাইসে নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনগুলিতে ৫জি, ৪জি, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি সংযোগ সাপোর্ট করে। এগুলিতে আল্ট্রা-ওয়াইডব্যান্ড (UWB) প্রযুক্তিও রয়েছে।

Ananya Sarkar

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

13 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

13 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

14 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

1 day ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

1 day ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

2 days ago

This website uses cookies.