Xiaomi 17 Ultra এর ক্যামেরার সামনে সবাই ফিকে, LOFIC প্রযুক্তি সহ থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা

শাওমি কয়েক সপ্তাহ আগে লঞ্চ করেছে Xiaomi 17, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এবার কোম্পানিটি এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন Xiaomi 17 Ultra এর উপর কাজ করছে। সিরিজের অন্য তিনটি মডেলের মতো এতেও পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হবে। এছাড়া নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, আসন্ন এই ফোনে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো শ্যুটার থাকবে।
Xiaomi 17 Ultra নতুন LOFIC ক্যামেরা প্রযুক্তির সাথে আসছে
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন, সাম্প্রতিক উইবো পোস্টে জানিয়েছেন যে আসন্ন Xiaomi 17 Ultra ফোনের ক্যামেরার পারফরম্যান্সের উপর বিশেষভাবে জোর দিচ্ছে কোম্পানি। এই কারণে ডিভাইসটির ইমেজিং হার্ডওয়্যারে উল্লেখযোগ্য আপগ্রেড দেখা যাবে। এতে এফ/১.৬ অ্যাপারচার সহ বড় প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। আর হ্যান্ডসেটটিতে পরবর্তী প্রজন্মের LOFIC (ল্যাটেরাল ওভারফ্লো ইন্টিগ্রেশন ক্যাপাসিটর) প্রযুক্তি সাপোর্ট করবে বলেও জানা গেছে।
টিপস্টার আরও দাবি করেছেন যে, Xiaomi 17 Ultra এর রিয়ার ক্যামেরা সেটআপটিকে ছবির তীক্ষ্ণতা বাড়ানোর জন্য ডিজাইন করা হচ্ছে। এতে এমন একটি সেন্সর থাকবে যার অ্যাপারচার থাকবে প্রায় এফ/৪.৫, যা কম আলোতে দুর্দান্ত ছবি তোলার সুবিধা দেবে। এছাড়া Xiaomi 17 Ultra এর ক্যামেরা সিস্টেমে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স পাওয়া যাবে।
Xiaomi 17 Ultra এর অন্যান্য ফিচার
এর আগে একটি রিপোর্টে বলা হয়েছিল যে, Xiaomi 17 Ultra হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল Samsung JN5 আল্ট্রা-ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেল Samsung JN5 টেলিফটো লেন্স এবং ৪×৪ RMSC প্রযুক্তি সহ ২০০ মেগাপিক্সেল Samsung HPE পেরিস্কোপ টেলিফটো সেন্সর থাকবে। আর সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য ৫০ মেগাপিক্সেলের OmniVision OV50M সেন্সর ব্যবহার করা হবে।
এছাড়া শাওমি ১৭ আল্ট্রা ফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৯ ইঞ্চি ২কে ওএলইডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর, আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং আপগ্রেডেড ভাইব্রেশন মোটর।
আবার Xiaomi 17 Ultra সাম্প্রতিক 3C সার্টিফিকেশন নিশ্চিত করেছে যে এতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
