মোবাইল

শক্তিশালী ব্যাটারির সঙ্গে নতুন ক্যামেরা, আসছে শাওমির প্রিমিয়াম ফোন

Published on:

Xiaomi Mix Flip 2 camera specs leaked

ফোল্ডেবল স্মার্টফোনের জগতে অনেক আগেই নাম লেখালেও, শাওমি গত বছর তাদের প্রথম ক্ল্যামশেল অর্থাৎ ফ্লিপ ডিজাইনের ফোল্ডিং ফোন লঞ্চ করেছিল। Xiaomi Mix Flip নামের সেই ডিভাইসটি বেশ জনপ্রিয় হয়েছে মার্কেটে। তাই এবার ফোনটির উত্তরসূরী আনতে চলেছে সংস্থা। এটি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে। এখন একটি সূত্র Xiaomi Mix Flip 2-এর ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস করেছে।

Xiaomi Mix Flip 2 এর ক্যামেরা কেমন হবে

অরিজিনাল মিক্স ফ্লিপের মতো আপকামিং শাওমি মিক্স ফ্লিপ 2 এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল OV8000 প্রাইমারি ক্যামেরা এবং সামনের দিকে 32 মেগাপিক্সেল OV32B40 সেলফি ক্যামেরা থাকবে বলে দাবি করা হয়েছে। তবে, ফোনে 50 মেগাপিক্সেলের Samsung S5KJN5 আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরাকে জায়গা দিতে গিয়ে পূর্বসূরির 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্সকে বাদ পড়তে পারে।

WhatsApp Community Join Now

নিশ্চিতভাবে বলা যায়, বর্তমানে স্মার্টফোনে টেলিফটো ক্যামেরা অনেক বেশি কার্যকর। পোর্ট্রেট বা সুন্দর জুম শট ক্যাপচার করার জন্য টেলিফটো লেন্স আল্ট্রা ওয়াইড লেন্সের চেয়ে আরও বহুমুখী। যদিও, শাওমি আনূষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। উল্লেখ্য, ক্যামেরায় ডাউনগ্রেড থাকলেও মিক্স ফ্লিপ 2 ওয়্যারলেস চার্জিং ও IPX8 রেটিং অফার করবে বলে শোনা যাচ্ছে। যেগুলি আগের মডেলে উপস্থিত ছিল না।

অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, শাওমির নতুন ফ্লিপ-ফোল্ড ফোনে 5,600mah বা 5,700mah ব্যাটারি থাকার সম্ভাবনা। ক্ল্যামশেল ফোনে সাধারণত ছোট ব্যাটারি থাকে, ফলে জল্পনা সত্যি হলে এটি একটি বড় আপগ্রেড হবে। এছাড়া, ফোনে Snadragon 8 Elite প্রসেসর থাকতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন