মোবাইল

ডবল ধামাকা! জোড়া ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও সবচেয়ে বড় ব্যাটারি সহ আসছে Xiaomi Mix Flip 2

Published on:

Xiaomi mix flip 2 to feature biggest battery and dual rear camera launch tipped

শাওমি শীঘ্রই তাদের নতুন ফ্লিপ ফোন অর্থাৎ শাওমি মিক্স ফ্লিপের উত্তরসূরি লঞ্চ করতে চলেছে। রিপোর্টে বলা হয়েছে যে সংস্থাটি এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফ্লিপ স্মার্টফোন হিসাবে বাজারে আনবে। এই ফোনের নাম রাখা হতে পারে Xiaomi Mix Flip 2। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আজ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে এই ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে, যা কোয়ালকমের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রসেসর।

দুর্দান্ত ডিজাইন এবং কাস্টমাইজেশন

ডিজাইনের দিক থেকে শাওমির নতুন ফোল্ডেবল ফোনটি আগের মডেলের মতো হতে পারে, তবে বেশ কিছু ক্ষেত্রে আপগ্রেড দেখা যাবে। Xiaomi Mix Flip 2 এর সেকেন্ডারি ডিসপ্লে আরও উন্নত হবে এবং স্ক্রিন ক্রিজে কোনও সমস্যা হবে না। এই ডিভাইসটি আইপিএক্স৮ রেটিং সহ আসতে পারে। উপরন্তু, এটি একাধিক কালার ভ্যারিয়েন্ট এবং কাস্টমাইজেশন ফিচার অফার করবে।

WhatsApp Community Join Now

Xiaomi Mix Flip 2 শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হবে

টিপস্টার আরও জানিয়েছে যে, শাওমির নতুন ফ্লিপ ফোনে অন্য যেকোনো ফ্লিপ ফোনের তুলনায় বড় ব্যাটারি থাকবে। এই ডিভাইসে ৫৫০০ এমএএইচ থেকে ৫৬০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি থাকতে পারে। এছাড়া শাওমি মিক্স ফ্লিপ ২ মডেলে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। এপ্রিল থেকে জুনের মধ্যে বিশ্ব বাজারে এই ফোন লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভ্যালেন্টাইনস ডে এর আগে সস্তা হল Flip Phone, এই তিন মডেলে সবচেয়ে বেশি ডিসকাউন্ট

এদিকে ফটোগ্রাফির জন্যেও দুর্দান্ত হবে শাওমি মিক্স ফ্লিপ ২। এতে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকতে পারে। এতে পাওয়া যাবে ৬.৮৫ ইঞ্চি ফোল্ডেবল OLED প্যানেল। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন অফার করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন