Xiaomi, Redmi ও POCO ফোনে এবার ৫ বছর পর্যন্ত Xiaomi HyperOS আপডেট

স্মার্টফোন কেনার সময় এখন আর শুধু ক্যামেরা বা প্রসেসরের দিকে আমাদের নজর থাকে না। ডিভাইসটি কত বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে, সেটাও ভাবনার মধ্যে থাকে। এই কারণে এবার বড় পদক্ষেপ নিল Xiaomi। সংস্থাটি জানিয়েছে, তাদের বেশ কিছু Xiaomi, Redmi ও POCO ডিভাইসে পাঁচ বছর পর্যন্ত HyperOS আপডেট আসবে। এর মধ্যে থাকবে অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং নিয়মিত নতুন ফিচার ডেভেলপের চেষ্টা। ফলে ইউজাররা দীর্ঘদিন ধরে একটি ফোন ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়বে না।
HyperOS কাস্টম স্কিনে নতুন কি আছে?
সম্প্রতি Xiaomi তাদের কাস্টম স্কিনের নাম MIUI এর পরিবর্তে HyperOS করেছে। এটি Xiaomi-র সফটওয়্যারের জন্য নতুন দৃষ্টিভঙ্গি। পারফরম্যান্স অপ্টিমাইজেশন, ব্যাটারি ম্যানেজমেন্ট ও ইকোসিস্টেম ইন্টিগ্রেশনের উপর এক্খাষেত্রে জোর দেওয়া হয়েছে। পাঁচ বছর পর্যন্ত আপডেট পাওয়ার অর্থ ব্যবহারকারীদের মনে ফোন বা ট্যাবলেট দ্রুত পুরনো হয়ে যাওয়ার ভয় অনেকটাই কমবে। সেটা বাজেট হোক বা প্রিমিয়াম, দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।
কোন Xiaomi ডিভাইসগুলি কতবছর পর্যন্ত পাবে HyperOS আপডেট
XiaomiTime এর রিপোর্ট অনুযায়ী, ব্র্যান্ডের Xiaomi 15T ও 15T Pro, Xiaomi 15 Ultra মডেল তিনটি আপডেট পাবে ২০৩১ পর্যন্ত। Xiaomi 14T সিরিজ ও 14 Ultra ডিভাইসে ২০২৯ পর্যন্ত আপডেট আসবে। MIX Flip, Xiaomi 13T সিরিজ এবং Xiaomi 13 ও 13 Ultra আপডেট পাবে ২০২৮ পর্যন্ত।
Xiaomi 13 Lite ফোনে ২০২৭ পর্যন্ত আপডেট মিলবে। পুরানো Xiaomi 12 সিরিজের ক্ষেত্রে সময়টা সীমিত। 12T সিরিজে আর ৯ মাস, 12 ও 12 Pro মডেলে আর মাত্র ২ মাস আপডেট আসবে। ট্যাবলেটের মধ্যে Xiaomi Pad 7 পাবে ২০৩১ পর্যন্ত আপডেট। Pad 7 Pro আপডেট পাবে ২০২৯ পর্যন্ত।
Redmi ফোন ও ট্যাবলেটে আপডেটের সময়সীমা
Redmi ব্যবহারকারীদের জন্যেও সুখবর রয়েছে। Redmi 15, 15 5G, 13C ও Note 14 হ্যান্ডসেটগুলি ২০৩১ পর্যন্ত আপডেট পাবে। Redmi 14C ও Note 13 সিরিজ পাবে ২০২৮ পর্যন্ত আপডেট। Redmi A5 ফোনে ২০২৯ পর্যন্ত আপডেট আসবে।
Redmi 12 আপডেট পাবে ২০২৭ পর্যন্ত। তবে Note 12 5G আর 12C-এর ক্ষেত্রে সময় প্রায় শেষ, মাত্র ২ মাস আর আপডেট আসবে। ট্যাবলেটে Redmi Pad 2 ও Pad 2 4G পাবে ২০৩২ পর্যন্ত আপডেট। Pad 2 Pro সিরিজ পাবে ২০২৯ পর্যন্ত নতুন আপডেট।
POCO ডিভাইসে দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেট সাপোর্ট
পোকো ডিভাইসগুলির মধ্যে POCO F8 Ultra, F8 Pro, F7 সিরিজ, C85, M7 সবকটিই ২০৩১ পর্যন্ত HyperOS আপডেট পাবে। POCO M7 Pro 5G স্মার্টফোনে আসবে ২০২৯ পর্যন্ত আপডেট। POCO C75 পাবে ২০২৮ পর্যন্ত আপডেট। ট্যাবলেটে POCO Pad M1 আপডেট পাবে ২০২৯ পর্যন্ত।

