Xiaomi ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, চলে এল অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক HyperOS 2.3 আপডেট

শাওমি ফোন ব্যবহারকারীদের অবশেষে অপেক্ষার অবসান। ব্র্যান্ডটি এখন HyperOS 2.3 সফটওয়্যার আপডেট বিশ্বব্যাপী রোলআউট করা শুরু করেছে। আর এই আপডেট Android 16 ভিত্তিক। শুরুতে Xiaomi 15 সিরিজের ফোনে এই আপডেটের স্টেবল ভার্সন পৌঁছে যাবে। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী এই আপডেট পেয়েছে। আশা করা যায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সবার জন্য এই আপডেট রোলআউট করা হবে।
Xiaomi রোলআউট করল অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক HyperOS 2.3 আপডেট
হাইপারওএস ২.৩ আপডেটটি এখন ওভার-দ্য-এয়ার (OTA) পদ্ধতিতে রোলআউট হচ্ছে, যা ব্যবহারকারীরা সরাসরি তাদের ডিভাইসের সেটিংস > সিস্টেম আপডেট-এ গিয়ে চেক করতে পারবেন। আপাতত এই আপডেটটি প্রথমে পৌঁছচ্ছে শাওমি ১৫ মডেলে। নয়া এই আপডেটের গ্লোবাল বিল্ড নম্বর OS2.0.217.0.WOCMIXM।
হাইপারওএস ২.৩ আপডেট শুধুমাত্র অ্যান্ড্রয়েড ভার্সনের ওপর নির্ভরশীল নয়, এটি শাওমির নিজস্ব সফটওয়্যার স্কিন। নয়া আপডেটে আরও সাবলীল অ্যানিমেশন, দ্রুত অ্যাপ লোডিং, এবং ভালো পারফরম্যান্স পাওয়া যাবে। এমনকি সিস্টেমের স্টেবিলিটি উন্নত হবে।
শাওমির তরফে নিশ্চিত করা হয়েছে যে, এই আপডেট পর্যায়ক্রমে রোলআউট হবে। অর্থাৎ শাওমি ১৫ ব্যবহারকারীরা ধাপে ধাপে এই আপডেট পাবে। এতে কোম্পানি নিরীক্ষণ করতে পারবে কোনও অপ্রত্যাশিত বাগ বা সমস্যা দেখা দিচ্ছে কি না এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।
জানিয়ে রাখি, HyperOS 2.3 আপডেটের জন্য আগে একটি বিটা প্রোগ্রাম চালু করা হয়েছিল, যেখানে মাত্র ২,০০০ ব্যবহারকারী অংশ নিতে পেরেছিলেন। সেখানে মূলত Xiaomi 15 এবং Redmi K70 Ultra মডেল অন্তর্ভুক্ত ছিল।