আন্দ্রে রাসেলের জামানা শেষ! KKR হারতেই সমর্থকদের ক্ষোভ টিম ম্যানেজমেন্ট নিয়ে

সোমবার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটানস (GT)-এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে আন্দ্রে রাসেল আবারও ব্যাট হাতে ব্যর্থ! ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাসেল আজ ১৫ বল খেলে ২১ রান করে স্টাম্পড হয়ে ফিরে যান। তার এই ইনিংসে আছে একটি ছয় ও তিনটি চার। যদিও বল হাতে আজ তিনি একটি উইকেট নিয়েছেন।

অফ ফর্মে রাসেল

কেকেআরের অতি গুরুত্বপূর্ণ খেলোয়াড় আন্দ্রে রাসেল। কিন্তু এবারের আইপিএলে এখনও তিনি ফর্ম খুঁজে পাননি। চলতি আসরে তার ব্যাটিং ফর্ম অত্যন্ত হতাশাজনক। তিনি এর আগে ৪, ৫, ১, ৭, ১৭ এবং আজকের ম্যাচে ২১ রান করেছেন ,যা দলের জন্য বড় উদ্বেগের বিষয়। ২০২৪ সালে কেকেআরের আইপিএল শিরোপা জয়ী দলে রাসেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০২৪ সালে তিনি ১৯টি উইকেট নেওয়ার পাশাপাশি ২২২ রান করেছিলেন। তবে এবছরে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইতিমধ্যেই কেকেআরের ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় রাসেলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলছেন। একজ লিখেছেন, “আন্দ্রে রাসেলকে বাদ দিন, ওর দিন শেষ। কেকেআর ভক্তদের জন্য এই তিন বছরের সাইকেল হবে একেবারে যন্ত্রণার।” অন্য একজনের মন্তব্য, “কেকেআর ম্যানেজমেন্টকে ধরে জেলে দেওয়া উচিত, যে তারা রাসেলকে ধরে রেখেছে।” তৃতীয় একজন বলছেন, “আন্দ্রে রাসেল এখন একটা তামাশায় পরিণত হয়েছেন।”

আজ গুজরাটের বিরুদ্ধে ৩৯ রানে হার স্বীকার করেছে কেকেআর। ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করতে পেরেছে রাহানেরা।