সিএসকের নতুন তারকা! আয়ুষ মহাত্রের দুর্দান্ত ফিফটি, আইপিএলে তৃতীয় কনিষ্ঠ অর্ধশতককারী

আইপিএল ২০২৫-এ নজরকাড়া পারফরম্যান্স করল চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার আয়ুষ মহাত্রে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। যদিও অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। তবে নিজের প্রথম ফিফটি করেই নয়া রেকর্ডের মালিক আয়ুশ। তিনি এখন চেন্নাইয়ের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অর্ধশতক করা ব্যাটসম্যান।
মাত্র ১৭ বছর ২৯১ দিন বয়সী আয়ুশ এই ফিফটি করে আইপিএলেরও অন্যতম কনিষ্ঠ হাফ-সেঞ্চুরিয়ান হয়ে উঠেছেন। এই তালিকায় তিনি রয়েছেন তৃতীয় স্থানে। তার আগে আছেন রিয়ান পরাগ ও বৈভব সূর্যবংশী।
উল্লেখ্য, এবছর ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী গুজরাট টাইটানসের বিরুদ্ধে অর্ধশতক করে তাক লাগিয়ে দিয়েছেন ক্রিকেটবিশ্বকে। পূর্বে এই রেকর্ড ছিল রিয়ান পরাগের দখলে, যিনি ২০১৯ সালে ১৭ বছর ১৭৫ দিন বয়সে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অর্ধশতক করেছিলেন।
আয়ুষের ইনিংস শুধু বয়সের দিক থেকেই নয়, কার্যকরী ব্যাটিং ও আত্মবিশ্বাসের কারণেও প্রশংসিত হয়েছে। তরুণ এই ক্রিকেটারের পরিণত ব্যাটিং দেখে অনেকেই বলছেন, চেন্নাই সুপার কিংস ভবিষ্যতের তারকা পেয়ে গেছে।