পাহলগামে মঙ্গলবার ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI), ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)-কে একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠিতে বিসিসিআই আইসিসি-কে অনুরোধ করেছে, আইসিসি টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে না রাখার জন্য। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, আইসিসি ইভেন্টের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান কে আর একসঙ্গে খেলতে দেখা যাবে না।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ, যার আয়োজক ভারত। পাকিস্তান ইতিমধ্যেই টুর্নামেন্টের আটটি দলের মধ্যে জায়গা করে নিয়েছে। এই টুর্নামেন্টটি রাউন্ড রবিন ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
পুরুষদের ক্রিকেটের কথা বললে, পরবর্তী আইসিসি টুর্নামেন্ট হল টি২০ বিশ্বকাপ, যা ২০২৫ সালে অনুষ্ঠিত হবে। ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাও এই টুর্নামেন্টের আয়োজক দেশ। তবে, পাকিস্তান এই টুর্নামেন্ট খেলার জন্য ভারতে আসবে না।
এই মুহূর্তে বিসিসিআইয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এশিয়া কাপ। আগামী সেপ্টেম্বরের এশিয়ার দলগুলি নিয়ে ভারতের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। তবে ক্রিকবাজ আগে জানিয়েছিল যে, এই টুর্নামেন্টের জন্য নিউট্রাল ভেন্যুতে খেলা হবে, যেখানে দুবাই এবং শ্রীলঙ্কা অন্যতম সম্ভাব্য ভেন্যু হতে পারে।
এই সবকটি টুর্নামেন্টে আমরা গ্রুপ পর্যায়ে হয়তো ভারত ও পাকিস্তানকে আর একসঙ্গে খেলতে দেখবো না। তবে নকআউট পর্বে দুটি দল পৌঁছালে ভারতের খেলতে কোনো সমস্যা নেই। এখন দেখার বিসিসিআই কতদিন পর্যন্ত এই নিয়ম কার্যকর রাখে, অথবা আইসিসির তরফে বিসিসিআই এর এই আবেদন গৃহীত হয় কিনা!
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.