১৭ বছর পর আরসিবি (RCB)-র আইপিএল ট্রফি জয়ের আনন্দে মাতোয়ারা ছিল গোটা শহর। ঠিক হয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি নিয়েই হবে সেলিব্রেশন। তবে মুহূর্তেই আনন্দ পরিণত হল বিষাদে। বুধবার সন্ধেয় স্টেডিয়ামের বাইরের ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। উৎসবের আবহে মেতে ওঠা বিশাল জনসমাবেশে হঠাৎ হুড়োহুড়ি শুরু হওয়ায় প্রাণ গেছে অন্তত ১১ জনের, আহত হয়েছেন ৩৩ জনের মতো।
জানা গেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড়রা স্টেডিয়ামে পৌঁছনোর আগেই বাইরে জড়ো হয়ে যায় হাজার হাজার সমর্থক। পরিস্থিতি সামলাতে পুলিশের তরফে হালকা লাঠিচার্জও করা হয়। কিন্তু এতেও খুব একটা কাজ হয়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলিতে দেখা যায়, অচেতন হয়ে পড়া মানুষদের অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠানো হচ্ছে।
ঘটনার পর মুখ খোলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। তার কথায়, “স্টেডিয়ামের ভিতরে থাকা কেউই জানতেন না বাইরে কী ভয়াবহ কিছু ঘটে গেছে। আমাদের কাছে সংবাদমাধ্যমের লোকজন খবরটা পৌঁছে দেয়। সঙ্গে সঙ্গে আমরা আয়োজকদের ফোন করে অনুষ্ঠান বন্ধ করতে বলি।”
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সাংবাদিকদের জানান, এই মর্মান্তিক ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। তার মতে, এমন একটা বিপুল জনসমাগমের অনুমতি কে দিল, সেটা খতিয়ে দেখা উচিত।
ধুমল আরও বলেন, “আমরা জানতে চাই, বেঙ্গালুরুতে এই অনুষ্ঠান আয়োজন করল কে? কারণ আগের দিনই তো আইপিএলের ফাইনাল শেষে গুজরাটে উদযাপন হয়ে গিয়েছিল। আইপিএল তো সেখানেই শেষ।”
তার সোজা মন্তব্য, “এই আয়োজন আদৌ বিসিসিআই অনুমোদিত ছিল কিনা, সে নিয়েও প্রশ্ন আছে। যাই হোক, পুরো বিষয়টা খুবই দুঃখজনক। যত দ্রুত সম্ভব এর তদন্ত হওয়া উচিত।”
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.