টি-২০ ক্রিকেটে নতুন মাইলস্টোন জসপ্রিত বুমরাহর, চতুর্থ বোলার হিসেবে নিলেন ৩০০ উইকেট

নয়া রেকর্ড গড়লো মুম্বাই ইন্ডিয়ান্স তথা ভারতের সেরা পেস বোলার জসপ্রিত বুমরাহ। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিনি হেনরিখ ক্লাসেনের উইকেট নিয়ে টি-২০ ক্রিকেটে নিজের ৩০০তম উইকেট তুলে নিয়েছেন। তিনি ভারতীয়দের মধ্যে চতুর্থ বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।

ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ টি-২০ উইকেটের মালিক যুজবেন্দ্র চাহাল, যার ঝুলিতে রয়েছে ৩৭৩টি উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন বেঙ্গালুরুর সুইং বোলার ভুবনেশ্বর কুমার (৩১৮ উইকেট) এবং তৃতীয় স্থানে আছেন চেন্নাইয়ের অভিজ্ঞ স্পিনার আর অশ্বিন (৩১৫ উইকেট)। ৩০০ উইকেট নিয়ে বুমরাহ আছেন চতুর্থ স্থানে। তবে টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের প্রথম ১০ জনের মধ্যে একজনও ভারতীয় নেই। কেবল চাহাল আছেন ১১তম স্থানে।

আন্তর্জাতিক অঙ্গনে সেরা ১০ টি-২০ বোলারের লিস্টে শীর্ষস্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান, যিনি ইতোমধ্যেই ৪৭০ টি-২০ ম্যাচে ৬৪০ উইকেট সংগ্রহ করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্রাভো (৬৩১ উইকেট, ৫৮২ ম্যাচ)।

তৃতীয় স্থানে রয়েছেন সুনীল নারিন (৫৮১ উইকেট, ৫৪৩ ম্যাচ)। এছাড়া দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (৫৩৩ উইকেট) ও বাংলাদেশের সাকিব আল হাসান (৪৯২ উইকেট) যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন।

এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, ভারতীয় বোলাররা ব্যক্তিগতভাবে ভালো পারফর্ম করলেও আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ স্থানে পৌঁছাতে হলে আরও ধারাবাহিক ও দীর্ঘ সময় ধরে পারফর্ম করতে হবে।