নারিনকে টপকে IPL এর সেরা বোলার চাহাল! এক ইনিংসে সবচেয়ে বেশিবার ৪ উইকেটের মালিক

ভারতের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক অনন্য রেকর্ডের মালিক হয়েছেন। ধোনিদের বিরুদ্ধে চাহাল মাত্র এক ওভারেই বদলে দিয়েছেন ম্যাচের ভাগ্য। নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট । এই নিয়ে তিনি আইপিএলে ন’বার ৪ উইকেট নিয়েছেন। এর ফলে তিনি আইপিএলে সবচেয়ে বেশি বার এক ইনিংসে চার বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন।
এই রেকর্ড গড়ার মাধ্যমে চাহাল পিছনে ফেলেছেন কলকাতা নাইট রাইডার্সের অভিজ্ঞ অলরাউন্ডার সুনীল নারিনকে। নারিনের দখলে ছিল ৮ বার ৪ উইকেট নেওয়ার রেকর্ড, যা এতদিন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ ছিল। তবে চাহাল তার ধারাবাহিক পারফরম্যান্স এবং নিখুঁত লাইন-লেংথের মাধ্যমে নারিনকে পিছনে ফেললেন। শুধু উইকেট সংখ্যা নয়, চাহালের বোলিংয়ে রয়েছে বৈচিত্র্য, যা তাকে প্রতিপক্ষের কাছে ভয়ঙ্কর করে তোলে।
চাহাল, নারিনের পরে এই তালিকায় রয়েছেন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই পেসার আইপিএলে মোট ৭ বার ৪ উইকেট নিয়েছেন। সুইং, ইয়র্কার ও ডেথ ওভারের দক্ষতা মালিঙ্গাকে আইপিএলের ভয়ঙ্করতম বোলারদের তালিকায় জায়গা করে দিয়েছে।
এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার আগ্রাসী পেসার কাগিসো রাবাদা। তিনি আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলেছেন এবং এখন পর্যন্ত ৬ বার এক ইনিংসে ৪ বা ততোধিক উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।