টানা পাঁচ হারের ধাক্কা, ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস সমর্থকদের

আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) এবার চরম অস্বস্তির মুখে। চলতি মরসুমে টানা পাঁচটি ম্যাচে হেরেছে তারা, যার মধ্যে তিনটি আবার ঘরের মাঠে। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড চোটের কারণে ছিটকে যাওয়ার পর দায়িত্ব তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তাঁর নেতৃত্বে প্রথম ম্যাচের ফলাফল মোটেই আশাজনক হয়নি। কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে সেই ম্যাচে চেন্নাইয়ের পারফরম্যান্স ছিল হতাশাজনক।

সমর্থকরা আশা করছে ধোনির নেতৃত্বে ঘুরে দাঁড়াবে চেন্নাই

চেন্নাইয়ের এমন বেহাল দশায় স্বাভাবিকভাবেই সমর্থকদের ভরসার নাম সেই ধোনি। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং ঠান্ডা মাথার নেতৃত্বের দিকেই তাকিয়ে আছেন সকলে। তবে ধোনির উপর অতিরিক্ত প্রত্যাশা না রাখার কথাই বলেছে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “ধোনি কোনও জাদুকর নয় যে হাতে জাদুকাঠি রয়েছে। ও প্রচণ্ড পরিশ্রমী, সেই পরিশ্রমের ফলেই সাফল্য এসেছে।”

স্টিফেন ফ্লেমিং আরও জানান, তাঁর ও ধোনির কেরিয়ারে বহু চ্যালেঞ্জ এসেছে, কিন্তু দৃঢ় মানসিকতা ও টিম এফোর্টে তারা ঘুরে দাঁড়াতে পেরেছেন। বর্তমান পরিস্থিতিতে দলকেও সেই মনোভাব নিয়ে খেলতে হবে।

তবে এরপরও সমর্থকরা মনে করছে চেন্নাই সুপার কিংস ফের ধোনির ক্যাপ্টেন্সিতে ঘুরে দাঁড়াবে। তবে পরিস্থিতি ঘোরাতে দরকার দলগত প্রচেষ্টা, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম। এখন দেখার ক্যাপ্টেন লাক নিয়ে ফের চেন্নাইয়ের সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেন কিনা ধোনি!