রোহিত শর্মার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেন্নাইয়ের বিপক্ষে দাপুটে জয় মুম্বাই ইন্ডিয়ান্সের

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে আবারো প্রমাণ করলেন কেন তিনি এখনও দলের ভরসা। কয়েক ম্যাচ ধরে রান না পেলেও, এদিন ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রোহিত খেললেন অনবদ্য এক ইনিংস, যা দলের জয়ে বড় ভূমিকা রেখেছে।

আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ (IPL 2025) এর‌ ম্যাচে চেন্নাই প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৭৬ রান। চেন্নাইয়ের ব্যাটাররা ইনিংসের শুরুতে ভালো করলেও মাঝের ওভারগুলিতে মুম্বাই বোলাররা নিয়ন্ত্রণ নিয়ে নেন। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নামে।

শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেন রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকান ওপেনার রায়ান রিকেলটন। এই জুটি মাত্র ৬.৪ ওভারে ৬৩ রানের ওপেনিং জুটি গড়ে চেন্নাইয়ের উপর চাপ সৃষ্টি করে। যদিও রিকেলটন দারুণ এক ক্যাচে আউট হন, কিন্তু রোহিত মারমুখী খেলা চালিয়ে যান। উইকেটে এসে তাকে দারুণভাবে সঙ্গ দেন সূর্যকুমার যাদব।

রোহিত শর্মা ৪৫ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল চারটি চারের পাশাপাশি ছয়টি বিশাল ছক্কা। সূর্যকুমার যাদবও ব্যাট হাতে ঝড় তোলেন, এবং দুজনে মিলে মাত্র ৫৪ বলে ১১৪ রানের অপরাজিত জুটি গড়ে ম্যাচটি একপ্রকার একতরফা করে দেন।

মুম্বাই ইন্ডিয়ান্স ৯ উইকেটে বড় জয় তুলে নেয়। এরফলে পয়েন্ট টেবিলে কিছুটা উন্নতি করেছে রোহিতরা। পাশাপাশি এই জয় দলের আত্মবিশ্বাসও বাড়াবে। শুধু তাই নয়, রোহিত শর্মার আজকের ইনিংস নিঃসন্দেহে দল ও ফ্যানদের জন্য আশার আলো হয়ে উঠবে।