কোহলি বনাম রাহুল! DC ও RCB-এর মহারণে শেষ হাসি হাসবে কে? পরিসংখ্যান কি বলছে

আইপিএল ২০২৫-এর ৪৬তম ম্যাচে আজ দিল্লি ক্যাপিটালস (DC) এর মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে। টস হবে সন্ধ্যা সাতটায়। দিল্লি ও বেঙ্গালুরু দু’দলই এই মরশুমে যথাক্রমে নবম ও দশম ম্যাচ খেলতে নামবে। এই মুহূর্তে উভয় দলেরই পয়েন্ট ১২, তাই আজকের ম্যাচ যে দল জিতবে তারা ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যাবে।
পিচের কথা বললে, অরুণ জেটলি স্টেডিয়াম বরাবরই ব্যাটসম্যানদের জন্য সহায়ক। এখানে বোলাররা খুব কম সুবিধা পান, তবে স্পিনাররা পিচ থেকে কিছুটা সাহায্য পেতে পারেন। চলতি মরশুমে এই মাঠে আপাতত দু’টি ম্যাচ খেলা হয়েছে এবং দুটোতেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। প্রথম ইনিংসের গড় স্কোর এখানে ১৭৩। রান তাড়া করা তুলনামূলক সহজ হওয়ায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দলগুলো।
এর আগে অরুণ জেটলি স্টেডিয়ামে মোট ৯২টি আইপিএল ম্যাচ হয়েছে, যার মধ্যে প্রথমে ব্যাট করা দল জিতেছে ৪৪ বার এবং পরে ব্যাট করা দল জিতেছে ৪৫ বার। এই মাঠে সর্বোচ্চ রান উঠেছে ২৬৬ এবং সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড ২১৯ রানের। দিল্লি ক্যাপিটালস এই মাঠে ৮৪টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৩৬টি জিতেছে এবং ৪৫টি হেরেছে।
DC বনাম RCB হেড-টু-হেড পরিসংখ্যানে বিরাট কোহলিরা কিছুটা এগিয়ে। দুই দল মোট ৩২ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে আরসিবি ১৯টি এবং দিল্লি ১২টি ম্যাচে জয় পেয়েছে। একটি ম্যাচ অসমাপ্ত ছিল। দিল্লি তাদের ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ১০টি ম্যাচে মুখোমুখি হয়ে ৪টি জিতেছে এবং ৬টি হেরেছে।