টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে ব্যাটসম্যানদের ওপর ক্ষুব্ধ ধোনি, সাত বলেই হেরেছে চেন্নাই

গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৯০ রান করেও হেরে গেছে চেন্নাই সুপার কিংস (CSK)। যদিও ম্যাচ শেষে সিএসকে অধিনায়ক এমএস ধোনি পরাজয়ের জন্য দলের ব্যাটসম্যানদের দায়ী করেছেন। তার মতে, আরও ১৫ রান বেশি করতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। স্যাম কারেনের ৮৮ রানের দারুণ ইনিংসের দৌলতে দল ১৯০ রানে পৌঁছায়। কিন্তু কারেন ছাড়া আর কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ডেওয়াল্ড ব্রেভিস করেন ৩২ রান। তবে দলের পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন। শেষ ওভারে যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিক সিএসকের ইনিংসকে ২০০ রানের মধ্যে রেখে দেয়।

ধোনি ম্যাচ শেষে বলেন, “এটাই প্রথমবার আমরা যথেষ্ট রান করেছি, কিন্তু এটা কি পার স্কোর ছিল? আমি মনে করি না। শেষ ওভারে চার বলে খেলা হয়নি, এবং তার আগের ওভারে তিনবলে উইকেট গেছে – টি-টোয়েন্টিতে সাতটি বল ভীষণ গুরুত্বপূর্ণ।”

পাঞ্জাব কিংস ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিল। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৭২ এবং ওপেনার প্রভসিমরণ সিং ৫৪ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। যদিও মাঝপথে পাঞ্জাব কিছুটা চাপে পড়ে, তবে শেষ পর্যন্ত তারা দুই বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।

ধোনির মতে, “আমাদের ফিল্ডিং উন্নত করতে হবে, ক্যাচগুলো ধরতে হবে। ব্রেভিস ও কারেনের পারফরম্যান্স ভালো ছিল, তবে আরও সমর্থন প্রয়োজন। আজকের পিচ ছিল ঘরের মাঠে সবচেয়ে ভালো, তাই ১৫ রান কম পড়ে গেছে মনে করি।”