‘আমার ভাই হলেও গুলি করতাম’ – পেহলগাঁও হামলায় ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী

জম্মু-কাশ্মীরের পেহলগাঁওতে গত ২২ এপ্রিল পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। সন্ত্রাসীরা পর্যটকদের ওপর গুলি চালিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় পুরো দেশ শোকস্তব্ধ হয়ে পড়েছে। হামলায় নিহত ব্যক্তিরা সকলেই ছুটিতে গিয়েছিলেন এবং তাদের মধ্যে অনেকেই বিদেশি পর্যটকও ছিলেন।
এই ভয়াবহ হামলার পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলী তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি নিহতদের শ্রদ্ধা জানিয়ে বলেছেন, “এটা একটি অত্যাচার, যা কোনোভাবেই মাফযোগ্য নয়।” বাসিত তার ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বলেন, “এমন ঘটনায় আমরা শান্ত থাকতে পারি না। কেউ যদি কোনো ব্যক্তির প্রাণ নেয়, সে মুসলমান হতে পারে না।” তিনি আরও যোগ করেন, “যদি আমার বড় ভাইও এমন কিছু করত, তবে আমি তাকে গুলি করতাম।” তার মতে, এমন বর্বরতার জন্য হামলাকারীদের কোনো মাফ হওয়া উচিত নয় এবং তাদের জনসমক্ষে শাস্তি দেওয়া উচিত।
বাসিত আলী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে জানান, “যারা এই হামলা করেছে, তাদের কোনো ক্ষমা নয়। আমি আল্লাহ তায়ালার কাছে দোয়া করি যে, তাদের পরিবারের সঙ্গেও এমন কিছু হোক, যাতে তারা এই কৃতকর্মের পরিণতি বুঝতে পারে।” তিনি তার ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে বলেন, “আমার ধর্মে কাউকে হত্যা করার অনুমতি নেই। যারা এই হামলা করেছে, তাদের জন্য এমন শাস্তি হওয়া উচিত, যা তারা জীবনে কখনও ভুলে না।”
বাসিত আরও বলেন, “যারা হামলায় অংশগ্রহণ করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে জনগণের সামনে শাস্তি দেওয়া উচিত। এই ধরনের ঘটনা সমাজের শান্তির জন্য একটি বড় হুমকি। আমি দোয়া করি যে, নিহতদের পরিবারের প্রতি আল্লাহ সহানুভূতি প্রদান করুন এবং তাদের এই দুঃখ সহ্য করার শক্তি দিন।”