আর আসবে না Sony Xperia স্মার্টফোন? বড় আপডেট চিফ ফিনান্সিয়াল অফিসারের

গত মে মাসে নির্দিষ্ট কয়েকটি দেশে লঞ্চ হয়েছিল Sony Xperia 1 VII। তবে লঞ্চের পরপরই একাধিক ব্যবহারকারীর থেকে ফোনটি সম্পর্কে অভিযোগ আসতে থাকে। ব্যবহারকারীরা ডিভাইস বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ রিবুট বা একেবারেই অন না হওয়ার অভিযোগ করেন। পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি অনির্দিষ্টকালের জন্য স্মার্টফোনটির বিক্রি বন্ধ করে দেয় এবং ক্রেতাদের জন্য বিনামূল্যে রিপ্লেসমেন্ট স্কিম চালু করে।
চলতি বছরে কোনো স্মার্টফোন আনেনি Sony
যদিও এখনও Sony Xperia 1 VII এর বিক্রি শুরু হয়নি। এমনকি কোম্পানির তরফে নতুন ফোন বাজারে আনার বিষয়েও কিছু ঘোষণাও করা হয়নি। এই কারণে জল্পনা শুরু হয় যে, তবে কি স্মার্টফোন বাজার থেকে সরে যেতে চাইছে Sony? ২০২৫ সালে সাত মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও নতুন স্মার্টফোন লঞ্চ করেনি জাপানের এই কোম্পানিটি।
ভবিষ্যতে লঞ্চ হতে পারে নতুন Sony Xperia ফোন
তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে Sony Group-এর চিফ ফিনান্সিয়াল অফিসার (CFO), সু লিন (Sue Lin) কোম্পানির আর্থিক রিপোর্ট পেশ করার সময় জানিয়েছেন, Xperia ব্র্যান্ডটি এখনও সংস্থার কাছে “খুবই গুরুত্বপূর্ণ”। তার মতে, শুধু স্মার্টফোন নয়, Sony ভবিষ্যতে কমিউনিকেশন টেকনোলজির ওপর বিশেষভাবে নজর দেবে।
চিফ ফিনান্সিয়াল অফিসারের এই বক্তব্য থেকে স্পষ্ট, Xperia সিরিজ নিয়ে Sony এখনও আগ্রহ হারায়নি। হয়তো সাময়িক সমস্যা মিটিয়ে ব্র্যান্ডটি ফের বাজারে নতুন ফোন আনবে। যদিও একথাও ঠিক যে, Xperia সিরিজ গত কয়েক বছরে বাজারে খুব একটা সাড়া ফেলতে পারেনি। খোদ জাপানেই Sony-র স্মার্টফোন শেয়ার অনেকটাই কমেছে। তবে বলার অপেক্ষা রাখে না যে, সু লিনের আশ্বাসে আপাতত স্বস্তিতে ব্র্যান্ডের ভক্তরা।