GT vs SRH IPL 2025: প্লে-অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে আজ গুজরাটের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএল ২০২৫-এর ৫১তম ম্যাচ আজ গুজরাট টাইটান্স (GT) এর মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ টায়। ম্যাচ শুরুর আগে ঠিক ৭টা নাগাদ অনুষ্ঠিত হবে টস।
এই ম্যাচটি গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজরাট টাইটান্স যদি আজ জিতে যায়, তবে তারা পয়েন্ট টেবিলের সবার উপরে পৌঁছে যাবে। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদের জন্য এটি টিকে থাকার লড়াই। আজকের ম্যাচে হেরে গেলে তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত।
পিচ রিপোর্ট: ব্যাটসম্যানদের স্বর্গ
নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ মূলত ব্যাটিং সহায়ক। যদিও ইনিংসের শুরুতে পেসাররা কিছুটা সাহায্য পেতে পারেন, কিন্তু ম্যাচ যত এগোয়, তত ব্যাটসম্যানদের দাপট বাড়ে। এখানে কালো মাটি, লাল মাটি এবং এই দুইয়ের সংমিশ্রণের পিচ ব্যবহৃত হয়।
কালো মাটির পিচে ১৮০-১৯০ রানের স্কোর ভালো ধরা হয়, আর লাল মাটিতে ২১০-২২০ রান নিরাপদ স্কোর হতে পারে। মাঠটিতে এখন পর্যন্ত ৮ ইনিংসের মধ্যে ৫ বার ২০০-এর বেশি স্কোর হয়েছে। প্রথমে ব্যাট করা দল এই মাঠে ৪ ম্যাচের মধ্যে ৩টিতেই জয় পেয়েছে, ফলে টস জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
মুখোমুখি পরিসংখ্যান ও রেকর্ড
গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে। গুজরাট ৩ বার জয় পেয়েছে, হায়দরাবাদ একবার এবং একটি ম্যাচের ফলাফল আসেনি। স্টেডিয়ামটিতে সর্বোচ্চ দলীয় স্কোর ২৪৩/৫, আর সর্বনিম্ন ৮৯ রান। প্রতি ওভারে গড় রান ৮.৮২ এবং প্রতি উইকেটে গড় রান ২৮.৪৫।