চেন্নাই ম্যাচের নায়ক হর্ষল প্যাটেলের অনন্য কীর্তি, পিছনে ফেললেন জসপ্রিত বুমরাহকে

গতকাল চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের ডানহাতি পেসার হর্ষল প্যাটেল (Harshal Patel) অসাধারণ বোলিং করে এক কীর্তি স্থাপন করেছেন। শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে হর্ষল চার উইকেট তুলে নিয়ে একাই ধোনিদের কোমর ভেঙে দিয়েছেন। এর পাশাপাশি ভারতীয় পেসারদের মধ্যে আইপিএলে সবচেয়ে বেশি বার এক ইনিংসে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন।

গতকাল ম্যাচে হর্ষল প্যাটেল ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট ছিল ৭, যা টি-২০ ফরম্যাটে দুর্দান্ত। তিনি সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উইকেটটিও তুলে নেন, যেটি ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করা হচ্ছে। হর্ষলের বোলিং পারফরম্যান্সে ভর করে হায়দরাবাদ মরসুমের তৃতীয় জয় তুলে নিয়েছে।

এই নিয়ে হর্ষল পাঁচবার আইপিএলে এক ইনিংসে চার বা ততোধিক উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। তিনি পেছনে ফেলেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, লক্ষ্মীপতি বালাজি এবং মোহিত শর্মাকে, যারা প্রত্যেকে চারবার করে চার বা তার বেশি উইকেট নিয়েছেন।

স্বাভাবিকভাবেই হর্ষল প্যাটেল গতকাল ম্যাচে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। আইপিএল ক্যারিয়ারে পঞ্চমবার তিনি এই পুরস্কার পেলেন। এর মধ্যে তিনবার তিনি এই সম্মান পেয়েছেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে, যা তাকে কার্যত সিএসকের ‘শত্রু’তে পরিণত করেছে। এছাড়া তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই পুরস্কার পেয়েছেন।