ISL 2024-25: আজ আইএসএল ফাইনাল, দ্বি-মুকুটের এক ধাপ দূরে মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি মরসুমে ইতিমধ্যেই লিগ শিল্ড জিতে নিয়েছে সবুজ-মেরুন বাহিনী। এই নিয়ে টানা দ্বিতীয় বার এই কৃতিত্ব অর্জন করল তারা। দেশের ফুটবলের মর্যাদার আসরে নজির গড়ার পর এবার হোসে মোলিনার দলের পাখির চোখ আইএসএলের নকআউট ট্রফি। দ্বিমুকুট জয় থেকে মাত্র এক ধাপ দূরে মোহনবাগান।

আজ সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের হাইভোল্টেজ ফাইনাল। প্রতিপক্ষ শক্তিশালী বেঙ্গালুরু এফসি। গতবারের মতো এবারও মরসুম শেষের মহারণে মুখোমুখি দুই দল। ২০২২-২৩ মরসুমের সেই রুদ্ধশ্বাস ফাইনাল এখনো অনেকের স্মরণে – যেখানে টাইব্রেকারে বেঙ্গালুরুকে হারিয়ে শিরোপা জিতেছিল মোহনবাগান। এবারও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে?

ঘরের মাঠে এখনও পর্যন্ত অপরাজিত সবুজ-মেরুন। আজকের ম্যাচে যুবভারতীর দর্শক-সমর্থনের জোর তাদের জন্য হতে পারে বাড়তি প্রেরণা। তবে প্রতিপক্ষ হিসেবে বেঙ্গালুরু সহজ নয়। সামনে অভিজ্ঞ সুনীল ছেত্রীদের মতো খেলোয়াড়েরা রয়েছেন, যারা যে কোনও মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।

মোহনবাগান কোচ হোসে মোলিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অতীত নয়, তার নজর শুধুই বর্তমান ম্যাচে। তার কথায়, “লিগ শিল্ড আমরা জিতেছি, এবার চাই নকআউট ট্রফি। এর জন্য অতিরিক্ত প্রেরণার দরকার নেই। গতবারের ফাইনালের অভিজ্ঞতাই যথেষ্ট।”

আজ আইএসএল ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০টায়। এই ম্যাচের সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ৩ এবং ডিজিটাল স্ট্রিমিং জিওহটস্টারে। গোটা দেশ জুড়ে ফুটবলপ্রেমীরা অপেক্ষায়—মোহনবাগান কি পারবে দ্বিমুকুট জয়ের স্বপ্নপূরণ করতে?