SRH vs PBKS IPL Match Result: অভিষেকের অতিমানবীয় ইনিংসে ভর করে পাঞ্জাবের বিরুদ্ধে কঠিন ম্যাচে সহজ জয় হায়দরাবাদের

চোখ কপালে ওঠার মতো খেলা হল পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে। আইপিএলের ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর ম্যাচে রেকর্ড রান তাড়া করে জয় তুলে নিল হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে দুর্দান্ত সূচনা করে পঞ্জাব কিংস। প্রিয়াংশ আর্য ও প্রভশিমরন সিংহের ঝোড়ো ইনিংস দলকে বড় রান করার দিকে এগিয়ে দেয়। এরপর শ্রেয়স আইয়ার ব্যাট হাতে ঝড় তোলেন।
তবে সব কিছুকে ছাপিয়ে শেষ ওভারে মার্কাস স্টোইনিসের ব্যাট থেকে আসে টানা চারটি ছক্কা। মহম্মদ শামির ওই ওভারেই ম্যাচের মোড় ঘুরে যায়। নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব তোলে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রান।
পাহাড় সমান লক্ষ্য সামনে থাকলেও দমে যায়নি হায়দরাবাদ। জয়ের জেদ নিয়ে মাঠে নামেন অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড। টুর্নামেন্টে প্রথমবার দুর্দান্ত ওপেনিং জুটি গড়ে তোলেন তারা। মাত্র ১২.২ ওভারে স্কোরবোর্ডে যোগ হয় ১৭১ রান। হেড ৩৭ বলে ৬৬ রান করে ফিরলেও থামেননি অভিষেক। মাত্র ১৯ বলে অর্ধশতরান ও ৪০ বলে শতরান পূর্ণ করেন তিনি। শেষমেষ ৫৫ বলে খেলেন ১৪১ রানের মহাকাব্যিক ইনিংস।
যখন তিনি অর্শদীপ সিংহের বলে আউট হন, জয় তখন হায়দরাবাদের নাগালেই। আজ গ্যালারিতে উপস্থিত সবাই উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায় এই অনবদ্য পারফরম্যান্সকে। শতরান পূর্ণ করেই অভিষেক শর্মা পকেট থেকে বার করেন একটি চিরকুট, যেখানে অরেঞ্জ আর্মির জন্য এঈ সাফল্য উৎসর্গ করেন তিনি।
হায়দরাবাদ ম্যাচ জেতে ৯ বল বাকি থাকতেই, এবং মাত্র ২ উইকেট হারিয়ে। ২৪৫ রানের লক্ষ্য তাড়া করে জয় – আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। মালকিন কাব্য মারান আজ গ্যালারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেন এই ঐতিহাসিক জয়।