আইপিএলে চেন্নাইয়ের সাথে ধোনি যুগের অবসান! লজ্জার হারে প্লে-অফ স্বপ্নভঙ্গ CSK-এর

আইপিএল ২০২৫-এর ৪৯তম ম্যাচে গতকাল চেন্নাই সুপার কিংস (CSK) পাঞ্জাব কিংসের কাছে চার উইকেটে হার স্বীকার করেছে। এই হারের ফলে চেন্নাই এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। তাদের প্লে-অফে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ। গত মরসুমেও তারা পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকায় প্লে-অফে উঠতে পারেনি। আইপিএলের ইতিহাসে এই প্রথম চেন্নাই টানা দুই মরশুমে শেষ চারে জায়গা করে নিতে পারলো না।

চেন্নাইয়ের জন্য আরও লজ্জার বিষয় হল, তারা এবার তাদের ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়ামে টানা পাঁচটি ম্যাচে পরাজিত হয়েছে। এবারের আইপিএলের মাঝ পথে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের চোটের কারণে দায়িত্ব পান মহেন্দ্র সিং ধোনি, কিন্তু তার অধিনায়কত্বে সিএসকে পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে।

১৯১ রানের টার্গেট দেয় চেন্নাই সুপার কিংস

এদিন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে চেন্নাই আগে ব্যাট করে ১৯০ রানে অলআউট হয়। স্যাম কারেন ৪৭ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছয়। ডেওয়াল্ড ব্রেভিস করেন ৩২ রান এবং কারেনের সঙ্গে চতুর্থ উইকেটে ৭৮ রানের জুটি গড়েন তিনি। শেষ দিকে চাহাল এক ওভারে তিনটি উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। এই নিয়ে আইপিএলে দ্বিতীয় হ্যাটট্রিক করে ফেললেন ভারতের অন্যতম সেরা লেগ স্পিনার।

কষ্টার্জিত জয় পাঞ্জাব কিংসের

দ্বিতীয় ইনিংসে পাঞ্জাব কিংস ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয়। শ্রেয়াস আইয়ার ৪১ বলে ৫টি চার ও ৪টি ছয়ে ৭২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হন। তার সঙ্গে প্রভসিমরন করেন ৩৬ বলে ৫টি চার ও ৩টি ছয়ে ৫১ রান। এছাড়া প্রিয়াংশ আর্য ও শশাঙ্ক সিং ২৩ রান করে দলের জয়ে অবদান রাখেন।

এই জয়ের ফলে পাঞ্জাব ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বিপরীতে, চেন্নাই ১০ ম্যাচে মাত্র দুটি জয় সহ ৪ পয়েন্ট নিয়ে সবার শেষে অবস্থান করছে।