দিল্লির বিজয় রথ থামালো হার্দিক পান্ডিয়ারা, ১২ রানে জয় মুম্বাই ইন্ডিয়ান্সের

আইপিএল ২০২৫-এ একমাত্র অপরাজিত দলের তকমা এতদিন ধরে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। তবে আজ ঘরের মাঠএ বিশাখাপত্তনমে ছন্দপতন ঘটল। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ১২ রানে হার স্বীকার করল অক্সর প্যাটেলরা। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স আগের দুটি ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১২ রানে হেরে গেলেও, আজ ১২ রানের ব্যবধানেই লিগের অন্যতম শক্তিশালী দলকে হারিয়ে দুই পয়েন্ট ঘরে তুললো।

আজ টসে জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয় দিল্লি। সিদ্ধান্ত একেবারে ভুল ছিল না, কারণ পিচ এবং পরিস্থিতি অনুযায়ী ২০৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করা খুব কঠিন ছিল না। কিন্তু ইনিংসের শুরুতেই ধাক্কা খায় দিল্লি। দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই আউট হন দিল্লির ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক।

এরপর করুণ নায়ার এবং অভিষেক পোড়েলের মধ্যে ১১৯ রানের দারুণ পার্টনারশিপে ম্যাচে ফেরে দিল্লি। করুণ মাত্র ৪০ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের ভিত গড়ে দেন। কিন্তু তার আউটের পর মিডল অর্ডারে একের পর এক উইকেটের পতনে চাপ পড়ে দিল্লি।

শেষ ৩ ওভারে জয়ের জন্য ৩৮ রান প্রয়োজন ছিল দিল্লির। ক্রিজে ছিলেন প্রথম ম্যাচের নায়ক আশুতোষ শর্মা, যিনি আগেও একা হাতে দলকে জেতানোর নজির রেখেছেন। কিন্তু এদিন তিনি রান আউট হয়ে ফিরতেই দিল্লির জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।

শেষ ৮ বলে ১৪ রান করতে হতো, দিল্লির হাতে ছিল ৩ উইকেট। কিন্তু একের পর এক রান আউটে ম্যাচ হাতছাড়া হয়। কুলদীপ, মোহিত, রান আউট হয়ে ডাগ আউটে ফেরেন। ১৯ ওভারেই থেমে যায় দিল্লির ইনিংস, স্কোরবোর্ডে তাদের সংগ্রহ দাঁড়ায় মোট ১৯৩ রান।

এই জয়ের ফলে দিল্লি লিগ টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে। আর দিল্লি দ্বিতীয় স্থানে রয়েছে। এখন দেখার হার্দিক পান্ডিয়ারা এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা!