মিচেল স্টার্কের তিন উইকেট, IPL 2025 এর অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপ কার দখলে দেখুন

আইপিএল ২০২৫-এর ৪৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস (DC) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কেকেআর ১৪ রানে জয়লাভ করে। অংকৃশ রঘুবংশী (৪৪) ও রিঙ্কু সিংহ (৩৬)-এর গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে কেকেআর ২০৪/৯ রান তোলে। জবাবে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রান করতে সক্ষম হয়। ডিসির হয়ে ফাফ ডু প্লেসি করেন ৬২ রান, অধিনায়ক অক্ষর প্যাটেল খেলেন ৪৩ রানের ইনিংস।

তবে কলকাতা বনাম দিল্লি ম্যাচের ফলাফল অরেঞ্জ ক্যাপের দৌড়ে কোনও পরিবর্তন আনেনি। এখনো ব্যাটসম্যানদের মধ্যে গুজরাট টাইটান্সের সাই সুদর্শনের মাথায় এই ক্যাপ আছে। তিনি ৯ ম্যাচে ৫০.৬৬ গড় সহ ৪৫৬ রান করে অরেঞ্জ ক্যাপ ধরে রেখেছেন। তার পরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি, যিনি ১০ ম্যাচে ৬৩.২৮ গড়ে ৪৪৩ রান করেছেন। সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল, জস বাটলার, নিকোলাস পূরান, শুভমান গিল, মিচেল মার্শ, কেএল রাহুল এবং এডেন মারকরামও রয়েছেন সেলা দশের তালিকায়।

তবে বোলারদের মধ্যে পার্পল ক্যাপের দৌড়ে দেখা গেছে চমকপ্রদ পরিবর্তন। দিল্লির হয়ে দুর্দান্ত বল করে মিচেল স্টার্ক চতুর্থ স্থানে উঠে এসেছেন। ১০ ম্যাচে তার সংগ্রহ ১৪ উইকেট। এই ম্যাচে তিনি ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন। পার্পল ক্যাপ এখনো রয়েছে আরসিবির জশ হ্যাজেলউডের দখলে, যিনি ১০ ম্যাচে ১৮ উইকেট পেয়েছেন।

পার্পল ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা, যিনি ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে সিএসকের নূর আহমেদ, তার ঝুলিতেও রয়েছে ১৪ উইকেট। এছাড়া তালিকায় রয়েছেন হর্ষল প্যাটেল, ক্রুণাল পান্ডিয়া, বরুণ চক্রবর্তী ও ট্রেন্ট বোল্ট।