IPL 2025: প্লে-অফের লড়াই জমে উঠেছে, টুর্নামেন্ট থেকে বিদায় রাজস্থান রয়্যালসের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ (IPL 2025) এখন জমে উঠেছে। ১ মে রাজস্থান রয়্যালসকে (RR) ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। এর ফলে রাজস্থান টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। তারা আর প্লে-অফে উঠতে পারবে না। চেন্নাই সুপার কিংসের পর তারা দ্বিতীয় দল হিসেবে এবারের আসর থেকে বাদ পড়ল।

এই জয়ের মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্স ১১ ম্যাচে ৭টি জয় সহ ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। প্লে-অফ নিশ্চিত করতে তাদের আর মাত্র একটি জয়ের প্রয়োজন, তবে দলের লক্ষ্য প্রথম দুটি দলের মধ্যে থাকা এবং ফাইনালে পৌঁছানো।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সমান সংখ্যক পয়েন্ট থাকলেও নেট রান রেটে তারা পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ১০ ম্যাচে ৭টি জয় পেয়েছে তারা এবং আর দুই পয়েন্ট পেলেই তাদের প্লে-অফ নিশ্চিত হবে।

এদিকে পাঞ্জাব কিংস ১০ ম্যাচে ৬ জয় এবং একটি পরিত্যক্ত ম্যাচের কারণে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে। প্লে-অফ নিশ্চিত করতে তাদের আরও অন্তত দুইটি ম্যাচ জিততে হবে এবং টপ-২-এ থাকতে হলে তিনটি।

গুজরাট টাইটানস ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারাও প্লে অফে পা বাড়িয়ে রেখেছে। শুভমান গিলের দল বাকি ৬ ম্যাচে মাত্র ২টি জিতলেই প্লে-অফে যেতে পারবে।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্স এখনও প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে। দিল্লি ও লখনউ ১০ ম্যাচে ৬ ও ৫টি জয় পেয়েছে। দিল্লিকে বাকি ৪ ম্যাচে অন্তত ২টি এবং লখনউকে ৩টি ম্যাচ জিততেই হবে। আর গেলবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অবস্থান আরও খারাপ। তাদের ৯ পয়েন্ট নিয়ে সবগুলো বাকি ম্যাচ জিততে হবে প্লে-অফে উঠতে হলে।

সবচেয়ে কঠিন পরিস্থিতিতে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৯ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পাওয়া এই দলকে বাকি ৫ ম্যাচের সবগুলো জিততে হবে ১৬ পয়েন্ট ছুঁতে। একটি ম্যাচ হারালেই তাদের প্লে-অফে যাওয়ার স্বপ্ন শেষ।