IPL 2025 Playoffs Teams: আইপিএল ২০২৫ প্লে-অফ কবে থেকে শুরু, কোন দল কার মুখোমুখি হবে দেখুন

আইপিএল ২০২৫ (IPL 2025) এর লিগ পর্ব গতকাল শেষ হয়েছে। এবার শুরু হবে প্লে-অফ পর্ব। ইতিমধ্যেই সূচি ঘোষণা করা হয়েছে। লিগের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (LSG vs RCB) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এবারের আইপিএলের প্লে-অফে ওঠা চারটি দলের অবস্থান নিশ্চিত হয়ে গিয়েছে। বেঙ্গালুরু গতকাল রাতে ২২৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে জয় তুলে নেওয়ায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফায়ার ১ খেলবে।
IPL 2025: প্লে-অফে কোন কোন দল উঠেছে
আইপিএল ২০২৫ এর লিগ পর্ব শেষে পাঞ্জাব কিংস প্রথম, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দ্বিতীয়, গুজরাট টাইটানস তৃতীয় ও মুম্বই ইন্ডিয়ান্স চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে।
IPL 2025: প্লে-অফ সূচি
কোয়ালিফায়ার-১ ম্যাচে পাঞ্জাব কিংস মুখোমুখি হবে আরসিবির। এই ম্যাচটি ২৯ মে চন্ডীগড়ের মুল্লানপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এরপর এলিমিনেটর ম্যাচে ৩০ মে গুজরাট টাইটানস খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে, একই মাঠে খেলা হবে।
কোয়ালিফায়ার-২ অনুষ্ঠিত হবে ১ জুন, যেখানে কোয়ালিফায়ার-১-এ পরাজিত দল মুখোমুখি হবে এলিমিনেটর জয়ীর সঙ্গে।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ জুন, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, যেখানে কোয়ালিফায়ার-১ এবং কোয়ালিফায়ার-২ জয়ী দল মুখোমুখি হবে আইপিএল শিরোপা জয়ের জন্য।
ভেন্যু
কোয়ালিফায়ার-১ ও এলিমিনেটর ম্যাচ দুটি খেলা হবে চন্ডীগড়ের মুল্লানপুর ক্রিকেট স্টেডিয়ামে। বাকি দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অর্থাৎ কোয়ালিফায়ার-২ ও ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে
লাইভ সম্প্রচার ও স্ট্রিমিং
আইপিএল ২০২৫ এর প্লে-অফ পর্বের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। পাশাপাশি, অনলাইন দর্শকদের জন্য জিও হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে লাইভ স্ট্রিমিং করবে।