ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের ভরাডুবি, প্লে-অফে যাওয়ার আশা কার্যত শেষ

আইপিএলের ১৮তম আসর কে ভুলতে চাইবে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। চলতি টুর্নামেন্টে ৯টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতে তাদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। ফলে প্লে-অফে ওঠার সম্ভাবনা প্রায় ক্ষীণ। তারা বাকি থাকা সব ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছাতে পারবে। যদিও ১৪ পয়েন্ট পেলে এবার প্লে-অফ নিশ্চিত নয়, কারণ উপরের দিকে চারটি দল ইতিমধ্যেই দ্বিগুণ পয়েন্টের কাছাকাছি পৌঁছে গেছে।

বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই তিনটি দলই ছ’টি করে ম্যাচ জিতে ১২ পয়েন্ট ঝুলিতে পুড়েছে। গুজরাট এগিয়ে আছে নেট রান রেটের দিক থেকে।

মুম্বই ইন্ডিয়ানস, পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের পয়েন্ট ১০, তারাও প্লে-অফের দৌড়ে ভালোভাবেই টিকে আছে। কলকাতা নাইট রাইডার্সের ৮ ম্যাচে ৩টি জয় নিয়ে ৬ পয়েন্ট, এখনও তারা হিসেবের বাইরে নয়।

তবে পয়েন্ট টেবিলের শেষ দিকে থাকা চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের আশা কার্যত শেষ। দুটি দলই ৯ ম্যাচে সাতটিতে হেরেছে এবং মাত্র ৪ পয়েন্ট পেয়েছে। দু’দলের মধ্যে একটি ম্যাচ এখনো বাকি থাকায়, একসঙ্গে দুই দলের প্লে-অফে যাওয়া সম্ভব নয়। এমনকি সানরাইজার্স হায়দরাবাদও প্লে-অফে পৌঁছানোর দৌড়ে টিকে আছে, তাদের ঝুলিতে ৬ পয়েন্ট এবং তাদের ৫টি ম্যাচ বাকি।