IPL 2025 Points Table: প্লে-অফের দৌড়ে পাঞ্জাব, চাহালের দ্বিতীয় হ্যাটট্রিকে শেষ চেন্নাইয়ের অভিযান

আইপিএল ২০২৫-এর ৪৯তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাঞ্জাব কিংস দুর্দান্ত জয় তুলে নিল। এই জয়ের ফলে চেন্নাইয়ের প্লে-অফে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ। তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া প্রথম দল। ১০টির মধ্যে ৮টি ম্যাচে হার স্বীকার করেছে তারা। অন্য দিকে চার ম্যাচের মধ্যে ২টি তে জিতলেই প্লে-অফ নিশ্চিত পাঞ্জাবের।
চেন্নাইয়ের হয়ে স্যাম কারেন এদিন ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, কিন্তু দলের বাকিরা ফের ব্যর্থ হন। কেবল ডেওয়াল্ড ব্রেভিসের ৩২ রান ছাড়া চেন্নাইয়ের পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। পাঞ্জাবের বোলাররা সবাই নিজেদের দায়িত্ব পালন করেন। বিশেষ করে যুজবেন্দ্র চাহাল ১৯তম ওভারে হ্যাটট্রিক করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এটি ছিল আইপিএলে চাহালের দ্বিতীয় হ্যাটট্রিক।
১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। অধিনায়ক শ্রেয়াস আইয়ার খেলেন ৭২ রানের বিধ্বংসী ইনিংস, আর প্রভসিমরন সিং করেন ৫৪ রান। যদিও শেষের দিকে কিছু উইকেট পড়ায় ম্যাচে উত্তেজনা তৈরি হয়, তবে শেষ পর্যন্ত পাঞ্জাব ২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। শ্রেয়াস আইয়ার ম্যাচ সেরা নির্বাচিত হন।
চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের ফলে পাঞ্জাব কিংস ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এখনও শীর্ষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১৪ পয়েন্ট)। মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে প্লে-অফে যাওয়ার তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।
আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিলে এক নজরে
১. আরসিবি: ১৪ পয়েন্ট
২. পাঞ্জাব কিংস: ১৩ পয়েন্ট
৩. মুম্বই ইন্ডিয়ান্স: ১২ পয়েন্ট
৪. গুজরাট টাইটান্স: ১২ পয়েন্ট
৫. দিল্লি ক্যাপিটালস: ১২ পয়েন্ট