IPL 2025 Most Sixes: এবারের আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন এই ৫ ব্যাটসম্যান, শীর্ষে কে?

আইপিএল ২০২৫ শেষ পর্বে পৌঁছে গেছে। আগামীকাল ২৯ মে থেকে শুরু হবে প্লে-অফ। প্রতিবারের মতো এবারেও ব্যাটসম্যানদের ছক্কার বৃষ্টি ক্রিকেটপ্রেমীদের মন জয় নিয়েছে। চলতি আসরে কয়েকজন ব্যাটসম্যান প্রচুর ছক্কা হাঁকিয়েছেন। এই প্রতিবেদনে আমরা আইপিএল ২০২৫-এ এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো সেরা ৫ ব্যাটসম্যানদের নাম জানাবো।
১. নিকোলাস পুরান (লখনউ সুপার জায়ান্টস)
পুরান এবারের আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় সবার উপরে রয়েছেন। ১৪ ম্যাচে তিনি ৪০টি ছক্কা মেরেছেন। তবে মঙ্গলবার আরসিবির বিপক্ষে তিনি কোনো ছক্কা মারতে পারেননি। আর লখনউ প্লে-অফে কোয়ালিফাই না করতে পারায় পুরানের ছক্কার সংখ্যা বাড়ার কোনো সম্ভাবনা নেই।
২. মিচেল মার্শ (লখনউ সুপার জায়ান্টস)
মার্শ ১৩ ম্যাচে ৩৭টি ছক্কা মেরে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। শেষ ম্যাচে তিনি ৩৭ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং ৫টি ছক্কা হাঁকান। যদিও তার দল ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে।
৩. সূর্যকুমার যাদব (মুম্বই ইন্ডিয়ান্স)
৩২টি ছক্কা হাঁকিয়ে এই মুহূর্তে সূর্য রয়েছেন তৃতীয় স্থানে। মুম্বই কোয়ালিফাই করায় এলিমিনেটর ম্যাচসহ আরও ৩টি ম্যাচ খেলতে পারেন তিনি। ফলে ছক্কা হাঁকানোর তালিকায় উপরের দিকে ওঠার সুযোগ তার সামনে রয়েছে।
৪. শ্রেয়াস আইয়ার (পাঞ্জাব কিংস)
১৪ ম্যাচে ৩১টি ছক্কা হাঁকিয়ে পাঞ্জাব অধিনায়ক আইয়ার এখন চতুর্থ স্থানে রয়েছেন। তার দল শীর্ষ দুইয়ে থেকে প্লে-অফে পৌঁছেছে, অর্থাৎ কমপক্ষে ২টি ম্যাচ এবং সর্বোচ্চ ৩টি ম্যাচ খেলার সুযোগ এখনও রয়েছে তার সামনে।
৫. অভিষেক শর্মা (সানরাইজার্স হায়দরাবাদ)
বেশি ছক্কা হাঁকানোর লিস্টে পঞ্চম স্থানে রয়েছেন অভিষেক শর্মা। তিনি ১৩ ইনিংসে ২৮টি ছক্কা মেরেছেন। একই সংখ্যক ছক্কা রয়েছে যশস্বী জয়সওয়ালের ঝুলিতেও, তবে তিনি একটি ইনিংস বেশি খেলেছেন।