PBKS vs RCB: নেহাল ওয়াধেরা আউট, বিরাটের ‘ক্লাসিক কুল’ সেলিব্রেশন ভাইরাল

আইপিএল ২০২৫-এর উত্তেজনাপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও পাঞ্জাব কিংস (PBKS)। মুল্লানপুরে রবিবার অনুষ্ঠিত এই ম্যাচে আরসিবির হয়ে মাঠে আগুন ঝরালেন দলের প্রাক্তন অধিনায়ক ভিরাট কোহলি। আগাগোড়া তিনি ছিলেন উদ্দীপ্ত, লড়াকু এবং চিরচেনা আগ্রাসী মেজাজে। ফিল্ডিংয়ে শুরু থেকেই তিনি দলকে উদ্বুদ্ধ করতে থাকেন।

ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে নেহাল ওয়াধেরার রান-আউটের সময়। কয়েক দিন আগেই বেঙ্গালুরুতে প্রথম দেখায় আরসিবিকে ভোগাতে দেখা গিয়েছিল এই তরুণ পাঞ্জাব ব্যাটারকে। কিন্তু আজ কোহলির ফুরফুরে ফিল্ডিং আর ধূর্ততার কাছে হার মানলেন তিনি। ঘটনাটি ঘটে জশ ইংলিস একটি অন-ড্রাইভ খেলার পর। ওয়াধেরা দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করলেও ইংলিস তাকে ফিরিয়ে দেন। ফলে প্রান্ত বদলের বিভ্রান্তিতে পড়ে যান ওয়াধেরা।

লং-অন থেকে টিম ডেভিডের ছোড়া বলটি দারুণভাবে ধরে ফেলেন কোহলি এবং তা দ্রুত ছুঁড়ে দেন উইকেটরক্ষক জিতেশ শর্মার দিকে, যিনি কোনোরকম ভুল না করে রান-আউটটি করেন। ওয়াধেরার উইকেট পড়তেই কোহলির উদযাপন ছিল দেখার মতো- উচ্ছ্বসিত, তীব্র ও আগ্রাসী, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

এই রান-আউটের পর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাঞ্জাব কিংস। ব্যাটাররা একের পর এক সাজ ঘরে ফিরে গেছেন এবং নির্ধারিত ২০ ওভারে দলটি ৬ উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রান করতে পেরেছে। আজ ফিল্ডিংয়ে আরসিবির একতা ও আগ্রাসন ছিল চোখে পড়ার মতো, যার নেতৃত্বে ছিলেন ভিরাট কোহলি।