পাঞ্জাব কিংসকে হারিয়ে আজ বদলা নেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? নাকি বাদ সাধবে বৃষ্টি?

২০ এপ্রিল রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫-এ ডাবল হেডারের প্রথম ম্যাচে চন্ডীগড়ের মহারাজা যদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস (PBKS) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এটি দুই দলের মধ্যে চলতি মরসুমের দ্বিতীয় তথা রিভার্স ফিক্সচার। চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে কম রানের উত্তেজনাপূর্ণ ম্যাচে RCB-কে হারিয়ে দেয় PBKS। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে বেঙ্গালুরু ১৪ ওভারে মাত্র ৯৫/৯ রান করে, যা পাঞ্জাব ১১ বল হাতে রেখেই তুলে ফেলে।
বর্তমানে রজত পাটিদারের RCB পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। অ্যাওয়ে ম্যাচে তাদের শতভাগ জয়ের রেকর্ড রয়েছে। ফলে এই ম্যাচে তারা প্রতিশোধ নিতে এবং নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া থাকবে।
অন্যদিকে, পাঞ্জাব কিংস মরসুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছে। ৭টি ম্যাচের মধ্যে ৫টি জয় নিয়ে তারা বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। তাদের সংগ্রহ ১০ পয়েন্ট ও নেট রান রেট +০.৩০৮। আজকের ম্যাচে জয় পেলে তারা শীর্ষস্থানে উঠে যাবে এবং প্লে-অফে পৌঁছানোর পথে আরেক ধাপ এগিয়ে যাবে।
আবহাওয়ার কথা বললে, পাঞ্জাব কিংস (PBKS) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ম্যাচটির জন্য ভালো খবর রয়েছে। জানা গেছে, চন্ডীগড়ে আংশিক রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টির সম্ভাবনা মাত্র ৭ শতাংশ।
ম্যাচের আগে পাঞ্জাব কিংসের অলরাউন্ডার মার্কো জানসেন দলের সাফল্যের রহস্য জানিয়েছেন। তিনি বলেছেন “প্রত্যেকের একটা নির্দিষ্ট ভূমিকা আছে। আমি পাওয়ার প্লেতে বল করতে পছন্দ করি, তবে যেকোনো পরিস্থিতিতে বল করতে প্রস্তুত। আমরা জানি, মাঠে নেমে আমাদের কী করতে হবে, আর এটাই আমাদের সফলতার চাবিকাঠি।”