ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কেবলমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রতিভাদের নিজেদের প্রমাণ করার সেরা মঞ্চ। শুরু থেকেই আইপিএল এমন এক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে, যেখানে নাম না জানা অনেক ক্রিকেটারও তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়েছেন, জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন। বিশেষ করে এমন অনেক আনক্যাপড (যারা এখনও দেশের হয়ে খেলেননি) খেলোয়াড় রয়েছেন, যারা আইপিএলে শতক হাঁকিয়ে আলোচনায় উঠে এসেছেন। এই প্রতিবেদনে আমরা আইপিএলে আনক্যাপড হিসেবে খেলে শতরান করা খেলোয়াড়দের তালিকা শেয়ার করবো।
২০০৮ সালে এই তালিকায় প্রথম নাম লেখান অস্ট্রেলিয়ার শন মার্শ। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১১৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ঠিক এক বছর পর, ২০০৯ সালে, প্রথম ভারতীয় আনক্যাপড প্লেয়ার হিসেবে শতরান করেন মনীশ পান্ডে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে তিনি ডেকান চার্জার্সের বিপক্ষে ১১৪ রানের ইনিংস খেলেন।
২০১১ সালে পল চন্দ্রশেখর ভালথার্টি পঞ্জাব দলের হয়ে ১২০ রান করেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এরপর ২০২১ সালে দেবদত্ত পাডিক্কাল বেঙ্গালুরুর হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন।
২০২২ সালে প্লে-অফে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১১২ রানের ঝড়ো ইনিংস খেলেন রজত পাতিদার। আর ২০২৩ সালে রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১২৪ রান করে রেকর্ড গড়েন। সেই বছরই প্রভসিমরন সিং ১০৩ রান করেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।
সবশেষে, ২০২৫ সালের চলতি আসরে, পঞ্জাব কিংসের উদীয়মান ব্যাটার প্রিয়াংশ আর্য চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলে এই তালিকায় নাম লেখান।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.