ইতিহাস গড়লেন জো রুট! শচীন, ক্যালিস ও পন্টিংয়ের সাথে একই আসনে

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অসাধারণ কীর্তি গড়লেন ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট। তিনি মাত্র ২৭৯ ইনিংসে ১৩,০০০ রান পূর্ণ করে ইংল্যান্ডের প্রথম এবং বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন শচীন তেন্ডুলকার (২৬৬ ইনিংস), জ্যাক ক্যালিস (২৬৯ ইনিংস), রিকি পন্টিং (২৭৫ ইনিংস), এবং রাহুল দ্রাবিড় (২৭৭ ইনিংস)।

জো রুট ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক অ্যালিস্টার কুককে (১২,৪৭২ রান) পিছনে ফেলেছেন বহু আগেই। ১৩,০০০ রান পূর্ণ করে রুট এখন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে নিজেকে সামিল করেছেন।

বর্তমানে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহের তালিকায় শীর্ষে রয়েছেন শচীন তেন্ডুলকার, যার ঝুলিতে রয়েছে ১৫,৯২১ রান। এরপর রয়েছেন রিকি পন্টিং (১৩,৩৭৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯), রাহুল দ্রাবিড় (১৩,২৮৮) এবং পঞ্চম স্থানে এখন জো রুট (১৩,০০০)। রুটের পরে রয়েছেন অ্যালিস্টার কুক, কুমার সাঙ্গাকারা ও ব্রায়ান লারা।

রুট দীর্ঘদিন ধরেই ইংল্যান্ড দলের প্রধান ভরসা হিসেবে ব্যাট হাতে নেতৃত্ব দিয়ে আসছেন। মাঠে তার ব্যাটিং ভঙ্গি, ধৈর্য ও অভিজ্ঞতা তাকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই ঐতিহাসিক অর্জনের পর জো রুটের লক্ষ্য এখন স্পষ্ট – শীর্ষস্থানীয়দের তালিকায় আরও উপরে উঠে আসা।