ব্যাটে রানের খরা, রাজস্থানের সমস্যা বাড়াচ্ছে বৈভবের অফ-ফর্ম

আইপিএল ২০২৫-এর সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ১৪ বছর বয়সী রাজস্থান রয়্যালসের ব্যাটার বৈভব সুর্যবংশী। অভিষেক ইনিংসেই প্রথম বলে ছক্কা ও মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বৈভব। গুজরাট জায়ান্টসের বিপক্ষে তার ৩৮ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস রাজস্থানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর সাথে তিনি আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করা ব্যাটসম্যান হিসেবে নিজের নাম লেখান।
তবে অভিষেকের পর থেকেই যেন তার ব্যাটে নেমে এসেছে স্তব্ধতা। পরবর্তী দুই ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ বৈভব। বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে তিনি কোনো রান না করেই আউট হয়ে যান। রাজস্থানকে ২১৮ রানের লক্ষ্য তাড়া করতে হলে দুর্দান্ত শুরুর প্রয়োজন ছিল, কিন্তু বৈভব সেই ভূমিকা রাখতে ব্যর্থ হন।
আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও ব্যর্থ তিনি। এই ম্যাচে কলকাতা প্রথমে ব্যাট করে ২০৬ রান তোলে। জবাবে রাজস্থানের হয়ে ব্যাট করতে নামে বৈভব সুর্যবংশী ও যশস্বী জয়সওয়াল। কেকেআরের পেসার বৈভব অরোরা যখন প্রথম ওভার বল করছিলেন, তখন দ্বিতীয় বলে যশস্বী সিঙ্গল নিলে স্ট্রাইক পান ভৈভব সুর্যবংশী। প্রথম বলেই অফ-সাইডে দুর্দান্ত ড্রাইভে চার মারেন ভৈভব, যা দেখে অনেকেই ভেবেছিলেন তিনি এবার বুঝে-শুনে খেলবেন।
কিন্তু পরের বলেই শর্ট পিচ বল পেয়ে অন-সাইডে বড় শট খেলতে গিয়ে বল আকাশে তুলে দেন এবং অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়েন। ক্রিকেটবিশেষজ্ঞদের মতে, বৈভবের ট্যালেন্ট প্রশ্নাতীত, তবে আইপিএলের মতো টুর্নামেন্টে ধারাবাহিকতা বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন প্রশ্ন বৈভব কি ঘুরে দাঁড়াতে পারবেন? নাকি অনেকের মতো তিনিও হারিয়ে যাবেন।