লিভারপুলের ঐতিহাসিক বিজয়! টটেনহ্যামকে উড়িয়ে ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা সালাহদের

লিভারপুল গতকাল রবিবার টটেনহ্যামকে ৫-১ গোলে পরাজিত করে ২০২৪-২৫ প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নিল। এই জয়ের ফলে ক্লাবটি ইংলিশ ফুটবলের সর্বোচ্চ শিরোপা নিজেদের ঝুলিতে পুড়লো। এটি ক্লাবের ২০তম শিরোপা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তারা যৌথভাবে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবে পরিণত হল।
গতকাল ম্যাচের শুরুটা ছিল উত্তেজনাপূর্ণ। সমর্থকরা “ইউ’ল নেভার ওয়াক অ্যালোন” গেয়ে খেলোয়াড়দের উৎসাহিত করতে শুরু করে। আর লিভারপুল প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে। মোহাম্মদ সালাহ প্রথম দিকে একটি সুযোগ পেয়েছিলেন, সুযোগ তৈরি করেছিলেন কোডি গাকপো-ও। তবে, টটেনহ্যাম খেলার গতির বিরুদ্ধে ১২ মিনিটে এগিয়ে যায়। জেমস ম্যাডিসনের কর্নার থেকে ডমিনিক সোলাঙ্কে হেড করে গোল করেন।
এরপর লিভারপুল আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে। মাত্র চার মিনিট পর, লুইস ডিয়াজ গোল করে ম্যাচে সমতা ফেরান। যদিও প্রথমে অফসাইডের জন্য গোলটি বাতিল হয়েছিল, কিন্তু ভিএআর রিভিউয়ের পর রেফারি গোল দেন। এরপর থেকেই লিভারপুল ম্যাচের রাশ নিজেদের কাছে রাখতে শুরু করে। ২৪ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ১৮ গজ দূর দুর্দান্ত শটে থেকে গোল করে দলকে এগিয়ে দেন।
এদিকে, লিভারপুলের দ্বিতীয় গোলের করার পরও আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে। ৩১ মিনিটে কোডি গাকপো গোল করে ৩-১ করেন। টটেনহ্যামের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে তার শট জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় সালাহ সোবোসলাইয়ের পাস থেকে বল নিয়ে এক দুর্দান্ত শটে গোল করেন। গোলের পর সালাহ সমর্থকের সঙ্গে সেলফি উৎসবে মাতেন। এরপর শেষের দিকে টটেনহ্যামের ডিফেন্ডার ডেস্টিনি উডোগি নিজের জালে গোল করে লিভারপুলকে ৫-১ গোলে এগিয়ে দেন।
এই জয়ের পর লিভারপুলের পয়েন্ট দাঁড়িয়েছে ৮২, যা দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১৫ পয়েন্ট বেশি। অন্যদিকে, টটেনহ্যাম এই নিয়ে ১৯ বার পরাজয় স্বীকার করল। তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে আছে।